Viral Video: যুবতীকে নাচ করতে দেখে কোমর দোলাল গজরাজ, কিউট ভিডিয়ো দেখে দিলখুশ সকলের
Elephant Dancing Viral Video: একটি হাতির ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি হাতিকে নাচতে দেখা যাচ্ছে। না, এ যেমন তেমন নাচ নয়। একজন যুবতি তার সামনে নাচতেই সে আর নিজেকে আটকে রাখতে পারল না।
Latest Viral Video: ইনস্টাগ্রাম রিলের যুগে বর্তমানে বহু ভিডিয়োই ভাইরাল হয়। ট্রেন্ডে থাকার জন্য কত অনেক ধরনের ভিডিয়োই তৈরি করে থাকেন অনেকে। কিন্তু তার মধ্য়েও এমন অনেক ভিডিয়ো থাকে যেগুলি দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য। এমনকি সেই সব রিলগুলি ভাইরাল হতে কোনও ট্রেন্ডের (Trend) প্রয়োজন হয় না। মানুষ এমনিতেই পশু-পাখিদের বিভিন্ন কাণ্ডকারখানা দেখতে পছন্দ করে। আর তাই ঝড়ের বেগে ভাইরাল হয় সেই সব ভিডিয়ো বা রিল (Reels)। তেমনই একটি হাতির ভিডিয়ো ভাইরাল (Video Viral) হয়েছে। যেখানে একটি হাতিকে নাচতে দেখা যাচ্ছে। না, এ যেমন তেমন নাচ নয়। একজন যুবতি তার সামনে নাচতেই সে আর নিজেকে আটকে রাখতে পারল না। তালে তালে নাচতে শুরু করে দিল সেও। মিষ্টি ভিডিয়োটি না দেখলে বুঝতে পারবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি মেয়ে নাচছে। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। ঠিক যেমন একটি রিলে হয়। আর আপনি প্রথমে বুঝতে পারবেন না যে, সেখানে একটি হাতিও রয়েছে। কিন্তু যখন ক্যামেরা ঘুরবে, তখন আপনি দেখবেন একটি হাতি ঠিক মেয়েটির সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর তালে তালে নাচছে। মজার ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ কমেন্ট করেছেন।
View this post on Instagram
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘beingnavi90’ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি 2 কোটিরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “অপূর্ব লাগল দেখে। হাতিটাকে দেখেই মনে হচ্ছে সে খুব খুশি।”