Viral Video: সেজে গুজে ছবি তোলার সময় ফ্রেমে এসে গিয়েছিল, কোলের ছেলেকে সপাটে চড় কষালেন মহিলা

Viral Video Today: মহিলা কোনও অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে গিয়েই তিনি ছবি (Photo Session) তুলবেন বলে পোজ় দিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় তাঁর ছোট্ট ছেলে এসে প্ল্যান বানচাল করে দেয়। ব্যস! আর দেখে কে! মহিলা রেগে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কষিয়ে একটা থাপ্পড়ও মারলেন নিজেরই ছেলেকে (Son)।

Viral Video: সেজে গুজে ছবি তোলার সময় ফ্রেমে এসে গিয়েছিল, কোলের ছেলেকে সপাটে চড় কষালেন মহিলা
ছবি তুলতে গিয়ে শেষে কিনা ছেলেকেই মার।
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2023 | 8:45 PM

Latest Viral Video: ভাইরাল হওয়ার নেশা সত্যিই সর্বনাশা। কখনও আপনজনের থেকে পর করে দেয়, কখনও আবার মৃত্যুর কোলেও ঠেলে দেয়। ছবি, ভিডিয়োর মোহ আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা এমনই ভয়ঙ্কর। এমনই এক মহিলার সন্ধান দিল এই নেটপাড়া, যাঁর কাণ্ড দেখলে আপনি রাগে গজগজ করতে লাগবেন! মহিলা কোনও অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে গিয়েই তিনি ছবি (Photo Session) তুলবেন বলে পোজ় দিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় তাঁর ছোট্ট ছেলে এসে প্ল্যান বানচাল করে দেয়। ব্যস! আর দেখে কে! মহিলা রেগে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কষিয়ে একটা থাপ্পড়ও মারলেন নিজেরই ছেলেকে (Son)। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তা দেখার পরে নেটিজ়েনরা ওই মহিলাকে (Woman) তীব্র ভর্ৎসনা করেছেন।

@HasnaZarooriHai নামক টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “ছবি তোলার সময় এক্কেবারে বিরক্ত করবে না।” কয়েক দিন আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 325.7K ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখার পরে ক্ষোভ প্রকাশ করেছেন। একটা মানুষ যে ছবি তোলার নেশায় কীভাবে নিজের সন্তানকে অবজ্ঞা করতে পারেন, তা দেখে অবাক হয়েছেন নেটিজ়েনরা।

একটি অনুষ্ঠানে সেজে গুজে গিয়েছেন ওই মহিলা। সিঁড়িতে দাঁড়িয়েছিলেন ছবি তুলবেন বলে। পোজ়ও দিয়েছিলেন। কিন্তু এমন সময়েই সেখানে আসে তাঁর ছেলে। ছবি তোলায় বাধা পড়েছে বলে কথা। মহিলা রেগেই আগুন। ছেলের গালে কষিয়ে একটা থাপ্পড় মারলেন।

নেটিজ়েনদের একজন এই ভিডিয়ো দেখার পর বলছেন, “সেলফি সে সেলফিশ তক!” দ্বিতীয় জনের বক্তব্য, “ইনি হলেন আজকের স্টাইলিশ মাতাজি!” তৃতীয় জন যোগ করলেন, “এরকম অহংকারী মহিলা আমি দুনিয়ায় দেখিনি।” চতুর্থ জন বলছেন, “ছিঃ! একটা ছবি তোলার জন্য এতটা নিচে নামতে পারেন কোনও মা।”