Viral Post: রেস্তোরাঁয় বসে স্ন্যাকস খাচ্ছিলেন মহিলা, হঠাৎ টেবিলে পড়ল মরা ইঁদুর; ভাবুন কী কাণ্ড!

Latest Viral Post: এই পোস্ট দেখার পর ব্যবহারকারীরা অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, "ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।" আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, "এটা কীভাবে সম্ভব!" এখনও পর্যন্ত ভিডিয়োটি 74 হাজারেরও বেশি ভিউ পেয়েছে।

Viral Post: রেস্তোরাঁয় বসে স্ন্যাকস খাচ্ছিলেন মহিলা, হঠাৎ টেবিলে পড়ল মরা ইঁদুর; ভাবুন কী কাণ্ড!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 1:58 PM

Viral Post Today: বড় কোনও রেস্তোরাঁ মানেই চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর করে চেবিল সাজানো। আর সুস্বাদু সব খাবার। কিন্তু কখনও কোনও বড় রেস্তোরাঁয় খেতে বসে মরা ইঁদুর পেয়েছেন? না খাবারে নয়। টেবিলে পড়ে থাকতে দেখেছেন? শুনেই কেমন নাক সিঁটকোলেন না? সেটাই স্বাভাবিক। এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা একটি বড় রেস্তোরাঁয় খেতে বসার পরে টেবিলে একটি মরা ইঁদুর পড়ে থাকতে দেখেন। কিন্তু এল কোথা থেকে? কী এমন ঘটেছে সেই মহিলার সঙ্গে?

টুইটারে মায়া (@Sharanyashettyy) নামের একজন ব্যবহারকারী এই ঘটনার কথা জানিয়েছেন। দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন- “IKEA ফুড কোর্টে আমাদের ডাইনিং টেবিলে কী পড়ল অনুমান করুন?” তিনি আরও লিখেছেন- “আমরা খাচ্ছিলাম আর সিলিং থেকে আমাদের টেবিলে একটি মরা ইঁদুর এসে পড়ে। ভাবতে পারছেন এটা কতটা ভয়াবহ দৃশ্য।”

16 জুলাই শেয়ার করা পোস্টটি শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারকারীদেরই নয় IKEA ইন্ডিয়ারও নজর কেড়েছে। এরপরই এই ঘটনার জন্য ওই মহিলার কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি। অফিসিয়াল টুইটার পেজ থেকে কাস্টম-এর টুইটের জবাবে কোম্পানি লিখেছে – “Ikea Nagasandra-এ ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এটি খতিয়ে দেখছি এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।”

এই পোস্ট দেখার পর ব্যবহারকারীরা অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এটা কীভাবে সম্ভব!” এখনও পর্যন্ত ভিডিয়োটি 74 হাজারেরও বেশি ভিউ পেয়েছে।