Viral Video: রাস্তা ফুঁড়ে বেরিয়ে এল একজোড়া ক্ষুধার্ত কুমির, দৃশ্য দেখে হতচকিত নেটিজ়েনরা
Latest Viral Video: আপনি ভিডিয়োটি দেখলে অবাক হবেন, মাটি খুঁড়ে দু'টি কুমিরকে বের করা আনা হল। সাধারণত কেউ এমন ভীতিকর দৃশ্য কল্পনাও করতে চায় না। এছাড়াও আবাসিক এলাকায় তারা কীভাবে এত, সেটাই বোঝা যাচ্ছে না। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
Viral Video Today: কুমিরের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আর এমন কিছু ভিডিয়ো থাকে যাতে আপনি শিউরে উঠতে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দু’টি কুমিরকে উদ্ধার করা হচ্ছে। কিন্তু আপনার মনে হতে পারে, এমন তো প্রায়শই হয়। তাতে ভাইরাল হওয়ার কী কারণ আছে। আপনি ভিডিয়োটি দেখলে অবাক হবেন, মাটি খুঁড়ে দু’টি কুমিরকে বের করা আনা হল। সাধারণত কেউ এমন ভীতিকর দৃশ্য কল্পনাও করতে চায় না। এছাড়াও আবাসিক এলাকায় তারা কীভাবে এত, সেটাই বোঝা যাচ্ছে না। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীরা বাড়ির নীচ থেকে কিছু আওয়াজ শুনতে পান। তারা বুঝতে পারেন রাস্তায় কোনও প্রাণী মারামারি করছে। যখন উপর থেকে মাটিতে প্লাস্টার ছিল। শুধু একটি জায়গায় মাটির অংশ কিছুটা ভেঙে গিয়েছে। প্রতিবেশীরা কাছে গিয়ে দেখলে বিশ্বাস করতে পারেনি। তারা ভয়ে কেঁপে ওঠে। প্লাস্টারের নীচে কুমিরটিকে আটকে থাকতে দেখা যায়। তারপরেই উদ্ধারকারী দল এসে কুমির দু’টিকে বের করে।
OMG what are they doing there?😂pic.twitter.com/jhilcitIeY
— Figen (@TheFigen_) August 11, 2023
ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে মাটির ভেতর থেকে একের পর এক কুমির বেরিয়ে আসছে। এ দৃশ্য দেখে সেখানে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিয়োতে জুতা ও লাল পোশাক পরা এক ব্যক্তিকে কুমির দু’টিকে নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে। এ ছাড়া আরও কয়েকজন কুমির দু’টিকে আটকানোর চেষ্টা করছে। এই ভিডিয়োটি @makassar_iinfo নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভাইরাল ভিডিয়োটি প্রায় 10 লাখ ভিউ পেয়েছে। একই সঙ্গে লাইক করেছেন 48 হাজারের বেশি মানুষ।