Viral Video: জিপলাইনে বড় দুর্ঘটনা, আচমকা হার্নেস ভেঙে 40 ফুট নীচে পড়ল শিশু; গায়ে কাঁটা দেবে এই ভিডিয়ো

Latest Viral Video: ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর কমেন্ট করেছে। প্রচুর সংখ্যক মানুষ ইতিমধ্যেই ভিডিয়োটি দেখেছেন। এটাই প্রথম নয় যে, এই ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Viral Video: জিপলাইনে বড় দুর্ঘটনা, আচমকা হার্নেস ভেঙে 40 ফুট নীচে পড়ল শিশু; গায়ে কাঁটা দেবে এই ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 5:12 PM

Viral Video Today: মেক্সিকোর একটি ঘটনা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। পার্ক হোক বা কোথাও ঘুরতে গিয়ে, বহু মানুষই বিভিন্ন রাইডে উঠতে পছন্দ করেন। আর তার ফলে ঘটে যাওয়া অনেক বিপদের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। তেমনই এই ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠবে। মেক্সিকোর একটি পার্কে জিপলাইন ক্রস করতে গিয়ে ভয়াভয় দুর্ঘটনার ঘটেছে। আর সেই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে 6 বছরের একটি শিশু। শিশুটি জিপলাইনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিল। তার সঙ্গে আরও একজন ছিল। জিপলাইনের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ শিশুটির হার্নেস ভেঙে 40 ফুট নিচে পড়ে যায়। ভিডিয়োটি দেখলে আপনি আঁতকে উঠবেন।

শিশুটির নাম সিজার। সিজারের পরিবার জানিয়েছে, সে জলে পড়ার সঙ্গে সঙ্গেই পুলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান এক পর্যটক। শিশুটির ভাই জানান, অত উঁচু থেকে পড়ে সিজারের সামান্য আঘাত লেগেছে। এ ঘটনায় সে খুবই আতঙ্কিত। নিউভো লিওনের সরকারী সংস্থাগুলি এই ঘটনার তদন্ত করে, সেই পার্কে জিপলাইন বন্ধ রেখেছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি শিশু জিপলাইনের হার্নেসে ঝুলছে। শিশুটির সঙ্গে রয়েছে আরও এক ব্যক্তি। তারা জিপলাইনের মাঝে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শিশুটির সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। তবে ভাগ্যের জোরে শিশুটির কিছু হয়নি। ভিডিয়োটি ভাইরাল হতেই অনেক অনেক কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “যে ব্যক্তিটি প্রাণ বাঁচিয়েছেন, তিনি ভগবান।” ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর কমেন্ট করেছে। প্রচুর সংখ্যক মানুষ ইতিমধ্যেই ভিডিয়োটি দেখেছেন। এটাই প্রথম নয় যে, এই ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগেও এমন অনেক ধরনের ভিডিয়ো চোখে পড়েছে।