Ram Navmi News: জামিনে ছাড়া পেলেন শিবপুরের অশান্তিতে ধৃত ৩৮ জন, ফুল দিয়ে অভ্যর্থনা
রামনবমীর দিন অশান্তি হয় হাওড়ার শিবপুরে। ওই ঘটনায় ধৃত ৩৮ জন গতকাল জামিন পায় হাওড়া আদালতে।
হাওড়া: রামনবমী (Ram Navmi) এবং পরের দিন হাওড়ার (Howrah) শিবপুরে অশান্তি। এই ঘটনায় ধৃত ৩৮ জন শুক্রবার হাওড়া জেলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন। গতকাল তাঁদের জামিনের নির্দেশ দিয়েছিল হাওড়া আদালত। এদিন সন্ধ্যায় হাওড়া জেলা সংশোধনাগারের সামনে হাজির হয় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি’র জেলা নেতৃত্ব-সহ কর্মীরা। ফুল ছড়িয়ে মালা পরিয়ে মিষ্টি মুখ করানো হয়।
রামনবমীর দিন অশান্তি হয় হাওড়ার শিবপুরে। ওই ঘটনায় ধৃত ৩৮ জন গতকাল জামিন পায় হাওড়া আদালতে। এদিন, সমস্ত প্রক্রিয়া শেষে হাওড়া জেলা সংশোধনাগার থেকে ৩৮ জনকে ছাড়া হয়। তাঁদের বরণ করে নিতে সংশোধনাগারের বাইরে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মীরা।
ওই ৩৮ জনের ছাড়া পাওয়া নিয়ে হাওড়া সদরের বিজেপি সভাপতি মণিমোহন ভট্টাচার্য বলেন, রামনবমীর দিন শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছিল। অথচ ঘরে ঢুকে তাঁদের দলের নির্দোষ কর্মী-সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। অথচ যারা প্ৰকৃত দোষী, তাদের এখনও আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, শাসকদলের কথায় কাজ করছে পুলিশ। তবে আইনের উপর তাঁদের আস্থা রয়েছে বলে জানান।
এদিকে, রামনবমীর অশান্তির ঘটনায় এদিন রাজ্যকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। হাওড়া জেলায় অশান্তির ঘটনাতে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং হাওড়া জেলা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে NHRC। মূলত গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে NHRC। ২ সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে বলে নোটিসে উল্লিখিত রয়েছে।