Malda News: সালিশিসভাতে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ; মৃত ২, আহত ৩
বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে ঠিকাদার লোকজন দিয়ে শ্রমিকদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত ঠিকাদার।
কালিয়াচক: সালিশি সভার মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বিচার চলাকালীনই ধারাল অস্ত্র দিয়ে একের পর কোপ মারা হল শ্রমিকদের। শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda) কালিয়াচকের বিবি গ্রামে। ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের এবং গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩ জন। বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে ঠিকাদার লোকজন দিয়ে শ্রমিকদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত ঠিকাদার। তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারাল অস্ত্রের কোপে মৃত ও আহত শ্রমিকেরা কালিয়াচকের বিবি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ঠিকাদারও কালিয়াচকের বাসিন্দা। তার অধীনে ওই শ্রমিকেরা রাজস্থানে এক ইটভাটায় কাজ করতে যান। তাঁদের টাকা বকেয়া ছিল। সেটা নিয়ে গণ্ডগোলের জেরেই এদিন সালিশি সভা বসে এবং সেখানেই শ্রমিকদের উপর হামলা হয়। ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ৩ জন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ঠিকাদার সহ হামলাকারীরা। তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবি গ্রামের পাঁচ শ্রমিকদের কাজ করানো সত্ত্বেও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এটা নিয়েই ওই ঠিকাদারের সঙ্গে তাঁদের বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। অবশেষে বকেয়া টাকা আদায় করতে এদিন গ্রামে সালিশি সভা ডাকা হয়। সেখানে শ্রমিকেরা, অভিযুক্ত ঠিকাদার ছাড়াও গ্রামের বিশিষ্ট ব্যক্তি সহ স্থানীয় তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই সালিশি সভার মধ্যেই কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে ওই শ্রমিকদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপ মারে বলে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। বাকি ৪ জন গুরুতর আহত হন। তাঁদের গ্রামবাসীই তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন ১ জনের মৃত্যু হয়। বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে, সালিশি সভায় অস্ত্র-হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। কিন্তু, ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।