করোনার দ্বিতীয় ঢেউ, ওড়িশা-বাংলা সীমান্ত সীল করল প্রশাসন

কোনও যাত্রীবাহী বাংলা থেকে ওড়িশায় যাওয়া-আসা করতে পারবে না। জানা গিয়েছে, বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তার দিকে নজর দিয়েই প্রতিবেশী রাজ্য সীমান্ত এলাকা সীল করল।

করোনার দ্বিতীয় ঢেউ, ওড়িশা-বাংলা সীমান্ত সীল করল প্রশাসন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 11:37 PM

পূর্ব মেদিনীপুর: দেশ তথা বাংলা জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বাংলা সীমান্ত সীল করল করল ওড়িশা প্রশাসন। বুধবার বিকেলে থেকেই বাংলা ও ওড়িশা যাতায়াতের উপর রাশ টানল। পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনও যান চলাচলের ক্ষেত্রের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ, এদিন থেকে কোনও যাত্রীবাহী বাংলা থেকে ওড়িশায় যাওয়া-আসা করতে পারবে না। জানা গিয়েছে, বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তার দিকে নজর দিয়েই প্রতিবেশী রাজ্য সীমান্ত এলাকায় এই নিষেধাজ্ঞা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সংক্রমনের সূচক। মহাসংক্রামক হয়ে উঠছে করোনা। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, বিহার, উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ— করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আতঙ্কের জায়গা হয়ে উঠেছে এই রাজ্যগুলি। এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল বঙ্গে। রাজ্যে করোনা ভাইরাসের প্রবেশ ঘটার পর বুধবার এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারে গণ্ডি ছাড়াল। এই ভয়াবহ মহামারি থেকে বাঁচতে প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কিছু অত্যাবশ্যকীয় সচেতনতা বিধি মেনে চলা বিশেষ প্রয়োজন। এই পরিস্থিতিতে পর্যটক থেকে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দীঘা থানার পক্ষ থেকে দীঘা সমুদ্র সৈকত, ওড়িশা বর্ডার জুড়ে মাইকিং প্রচার করা হয়।

আরও পড়ুন: বেলাগাম সংক্রমণে নজিরবিহীন সিদ্ধান্ত! নির্বাচনের মাঝেই বাংলার প্রথম নির্দিষ্ট এলাকায় জারি হল কার্ফু

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শেষ একদিনেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,০২৩ জনের। এই নিয়ে দেশে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০। মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮।