কোভিড পজিটিভ, আতঙ্কে আত্মহত্যা করলেন প্রৌঢ়!
বুধবার সকালে শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কুন্ডু (৬০) করোনা সংক্রামিত হয়েছেন বলে জানতে পারেন। কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
জলপাইগুড়ি: জেলাজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার থেকেই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে মালবাজার এলাকায় নৈশ লকডাউন চালু করেছে প্রশাসন। এর মধ্যেই এক করোনা আক্রান্ত ব্যক্তি আশঙ্কা ও আতঙ্কে আত্মহত্যা করে বসলেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য মালবাজার এলাকায়।
বুধবার সকালে শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কুন্ডু (৬০) করোনা সংক্রামিত হয়েছেন বলে জানতে পারেন। কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, তার পরই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। হোম আইসোলেশনে নিজের বাড়িতেই ছিলেন। দুশ্চিন্তা, আতঙ্কে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন প্রদীপবাবু। এমনটাই মনে করা হচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রোজই করোনা সংক্রামিতের মৃত্যু অব্যাহত জেলায়। ডুয়ার্সের রানি বলে পরিচিত মালবাজার যেন আজ উদ্বেগের শহর। সবার চোখেমুখে আতঙ্কের ছাপ। শহরে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে ঘটছে মৃত্যু। বিশেষ করে মালবাজার এলাকায় সংক্রামিতের সংখ্যা উর্ধ্বমুখী হওয়ায় এলাকাবাসীর জন্য জারি হয়েছে কঠোর স্বাস্থ্য বিধি। এদিকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় অনেকে নার্সিংহোম ও হাসপাতালের দরজায় ঘুরছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শহরে স্বাস্থ্য বিধি জারি করা হয়েছে।
এর মধ্যে বুধবার সকালেই খবর পাওয়া যায় শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কুন্ডু করোনা সংক্রামিত হয়ে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা স্বাস্থ্য বিধি মেনে তাঁর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার দুপুর গড়াতেই খবর আসে শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরেরাম কুণ্ডু (৬৮) নামে এক করোনা আক্রান্ত রোগী শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন। জানা গিয়েছে, প্রদীপ কুন্ডু ও হরেরাম কুন্ডু পরস্পরের আত্মীয় ছিলেন।
আরও পড়ুন: বেলাগাম সংক্রমণে নজিরবিহীন সিদ্ধান্ত! নির্বাচনের মাঝেই বাংলার প্রথম নির্দিষ্ট এলাকায় জারি হল কার্ফু
এদিকে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এতেই শহর জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিন শহরের ডেলি মার্কেটে-সহ বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল।