আলিপুরদুয়ারে তৃণমূলের সংগঠন মজবুত করতে ময়দানে ‘টিম পিকে’?
অক্টোবর মাসে গঠিত আলিপুরদুয়ারের (Alipurduar) এই নব তৃণমূল কমিটি গঠনের পর চরম ভাবে প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্দরের কোন্দল।
TV9 বাংলা ডিজিটাল: লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দারুণ ফল করেছিল বিজেপি। আলিপুরদুয়ারেও (Alipurduar) কার্যত ভরাডুবি হয় তৃণমূলের। তারপর নড়ে চড়ে বসে শীর্ষ নেতৃত্ব। বদল করা হয় জেলার নেতাদের। ফলে তৃণমূলের অন্দরেই বিক্ষুব্ধ হয়ে পড়েন একাংশ। এবার সেই ‘ড্যামেজ রিপেয়ারিংয়ে’ নামতে পারে ‘টিম পিকে’।
সোমবার আলিপুরদুয়ারে নবগঠিত তৃণমূল কংগ্রেস কমিটির বৈঠক। সেই বৈঠকে যাতে বিক্ষুব্ধ নেতারাও আসেন তা নিশ্চিত করতেই প্রশান্ত কিশোর (Prashant Kishore) মাঠে নেমে থাকতে পারেন বলে অনুমান বিশ্লেষকদের। এমনটাও শোনা যাচ্ছে, বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের নাকি বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ফোন গিয়েছে টিম পিকের কাছ থেকে।
আরও পড়ুন: ঘর ভাঙল মন্ত্রীর! গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে
অক্টোবর মাসে গঠিত আলিপুরদুয়ারের (Alipurduar) এই নব তৃণমূল কমিটি গঠনের পর চরম ভাবে প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্দরের কোন্দল। সেই জায়গায় ঐক্যবদ্ধতার বার্তা দিয়ে সব নেতাদের ফের দলে সক্রিয় করতে তৎপর টিম পিকে।