‘দাদার অনুগামী’-র পাল্টা ‘দিদির সঙ্গে’, নদিয়া জেলায় ‘কাউন্টার অ্যাটাকে’ তৃণমূল
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রভাব নদিয়া (Nadia) জেলার বুকে খুব বেশি না হলেও দিনকয়েক আগে সেখানেও ‘দাদার অনুগামী’দের পোস্টার দেখতে পাওয়া যায়। তারপর শাসকদল গা ঝাড়া দিয়ে ওঠে
TV9 বাংলা ডিজিটাল: শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার আগে থেকেই রাজ্যজুড়ে তাঁর নামে পোস্টার দিয়ে এসেছে ‘দাদার অনুগামীরা’। দলত্যাগের জল্পনা গতি পেতে এবার পাল্টা শাসক দলের তরফেও কাউন্টার অ্যাটাকে নামা হল। ‘দাদার অনুগামী’দের জবাবে এবার আমরা ‘দিদির সঙ্গে’ পোস্টার পড়া শুরু হয়েছে। একই সঙ্গে তৃণমূলের কংগ্রেসের (TMC) নেতারাও ‘দিদির পাশে’ থাকার বার্তা আরও দৃঢ় করছেন।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রভাব নদিয়া (Nadia) জেলার বুকে খুব বেশি না হলেও দিনকয়েক আগে সেখানেও ‘দাদার অনুগামী’দের পোস্টার দেখতে পাওয়া যায়। তারপর শাসকদল গা ঝাড়া দিয়ে ওঠে। শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পরই তৃণমূল নেতারা নিজেদের পোস্টারে ‘দিদির সঙ্গে’র মতো উক্তি ব্যবহার শুরু করেন। ইদানীং বেশ কিছু তৃণমূল নেতাদের পোস্টারে উপরে দেখতে পাওয়া যায় এই কথার ব্যবহার।
আরও পড়ুন: ‘ভিক্ষা চাইতে হবে কেন?’ নাগরিকত্ব আইন প্রয়োগে দেরি, ক্ষুব্ধ শান্তনু ঠাকুর
এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এখন নিজেদের দলকে ধরে রাখতে এসব বার্তা দিচ্ছে তৃণমূল। কখন কে ছেড়ে চলে যাবে কেউ জানে না। অন্যদিকে শাসক দলের বক্তব্য, এতে অস্বাভাবিক কিছুই নেই। যিনি নেত্রী, লড়াই তো তাঁকে সামনে রেখেই হবে।