বহুমূল্য চোরাই কাঠ উদ্ধার জলপাইগুড়ির দুরামারিতে

কাঠ হোক বা বন্যপ্রাণী,চোরাশিকারিদের নজর সর্বত্রই। ২০১৯-এ চোরাশিকার রুখতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা করে বন দফতর।

বহুমূল্য চোরাই কাঠ উদ্ধার জলপাইগুড়ির দুরামারিতে
জলপাইগুড়ির অরণ্য
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 10:56 AM

TV9বাংলা ডিজিটাল : সবুজের আড়ালে চোরাশিকার। জলপাইগুড়ির(Jalpaiguri) দুরামারির (Duramari) অধিকারীপাড়ার টেনশন মোড় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল ( stolen timber recovered) লক্ষাধিক টাকার চোরাই কাঠ।

শুক্রবার গোপনে অভিযান চালিয়েছিল জলপাইগুড়ির(Jalpaiguri) মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। উদ্ধার হয় প্রায় ২৫ টি সিএফটি চোরাই শাল ও সেগুন কাঠ। সূত্রের খবর,বনকর্মীদের আসার খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেন গৃহকর্তা। এখনও তিনি পলাতক। দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে চোরাই কাঠ সাপ্লাই হত বলে সূত্রের খবর।

আরও পড়ুন :  হুগলি : ডিজে থামাতে ডাণ্ডা ধরল পুলিস,পাল্টা মার খেল বাহিনী

উদ্ধার হওয়া চোরাই কাঠ নিলামকেন্দ্রে এনে রাখা হয়েছে। প্রসঙ্গত,জলপাইগুড়িতে(Jalpaiguri) এই চোরাশিকারের ঘটনা নতুন নয়। কাঠ হোক বা বন্যপ্রাণী,চোরাশিকারিদের নজর সর্বত্রই। ২০১৯-এ চোরাশিকার রুখতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা করে বন দফতর। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর জন্য বরাদ্দ অর্থ অনুমোদনও করেন। কিন্তু লাগাম ছাড়া চোরাশিকারে ব্যতিব্যস্ত বন দফতর।

চোরাই কাঠ উদ্ধারের পর মোরাঘাট রেঞ্জ অফিসার জানিয়েছেন,ধৃতদের খোঁজ চলছে। খুব শিগগিরই তদন্ত করা হবে।