Alipurduar: সেতুর অভাব, যাতায়াতের চরম অসুবিধা আলিপুরদুয়ারের আদিবাসী এলাকা
Alipurduar: আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের অন্তর্গত তুরতুরি ও ধামসিবাদ এলাকা। সেতুর অভাবে সেখানে নিত্যদিন সবুজ সাথী সাইকেল দিয়েই নদী পেরচ্ছে ভেলায় চড়ে।
আলিপুরদুয়ার: তৃণমূল সরকারের সাফল্যর ট্যাগলাইন ‘উন্নয়ন’। তাই রাজনৈতিক সভামঞ্চ হোক বা সাধারণ কোনও অনুষ্ঠান, রাজ্যজুড়ে উন্নয়নের স্রোত নিয়ে হামেশাই তর্ক-মুখর থাকেন শাসক-শিবির। কিন্তু আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের একটা বিরাট অংশ এই ট্যাগলাইনের পরিপন্থী। অনুন্নয়নের চোরা স্রোত বাম থেকে তৃণমূল, সব আমলই একই গতিতে বইছে। সত্যিকারের উন্নয়নের ধারা কবে সেই অঞ্চলকে ভাসিয়ে নেবে সেই অপেক্ষায় আমজনতা।
আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের অন্তর্গত তুরতুরি ও ধামসিবাদ এলাকা। সেতুর অভাবে সেখানে নিত্যদিন সবুজ সাথী সাইকেল দিয়েই নদী পেরচ্ছে ভেলায় চড়ে। নিত্যদিন বিদ্যালয়ে যেতে এই ভেলাই ভরসা পড়ুয়াদের। বিষয়টি নিয়ে প্রশাসন বছরের পর বছর নির্বিকার। তাই শেষমেশ গ্রাম বাসিরাই চাঁদা তুলে প্রতিবছর একটি করে বাঁশের সাঁকো তুড়তুড়ি নদীর এক পাশ থেকে অন্যপাশে নির্মাণ করেন। ওই সেতুই যোগাযোগের মাধ্যম। তবে সেখান দিয়ে সাইকেল এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া গেলেও গাড়ি পারাপার করা যায় না।
অসুস্থ মানুষকে অতিরিক্ত পনের কিলোমিটার ঘুরপথে যেতে হয় হাসপাতালে। সেতু পেরোতে গিয়ে অনেক দুর্ঘটনার নজির রয়েছে অতীতে। অথচ কেন্দ্রীয় সরকার প্রতিবছর রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দ করে। রাজ্যের আদিবাসী কল্যাণ ও তপশিলি জাতি উপজাতি উন্নয়ন দফতরে রয়েছে। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রী বুলুচিক বাড়াইক নিজেই ডুয়ার্সের বাসিন্দা। কিন্তু তবু পাকা সেতু পান না গ্রামবাসীরা। তাই প্রতিদিন কয়েক হাজার মানুষ নিজেদের তৈরি সেতুতেই ভরসা করেন। বৃষ্টিতে তা ভেসে গেলে ভেলাই সম্বল। তাই তাদের দাবি, এবার অন্তত মিটুক সেতু সমস্যা।
এসডিও বিপ্লব সরকার বলেন, ‘ওই এলাকার মানুষের অনেক আকাঙ্খা রয়েছে ব্রিজ নিয়ে। তবে ফান্ডের অভাবে করা সম্ভব হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’