দাদাকে ‘বাঁচাতে’ গিয়ে ভোজালির কোপ বিজেপি নেতার ভাইয়ের ঘাড়ে

বিজেপির (BJP) অভিযোগ, ভোটের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

দাদাকে 'বাঁচাতে' গিয়ে ভোজালির কোপ বিজেপি নেতার ভাইয়ের ঘাড়ে
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 9:26 PM

আলিপুরদুয়ার: দাদাকে বাঁচাতে গিয়ে ভোজালির কোপ বিজেপি (BJP) নেতার ভাইয়ের ঘাড়ে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারে। বিজেপির জেলা সম্পাদক অর্জুন দেবনাথের ভাই অসীম দেবনাথকে গুরুতর আহত অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অভিযোগ, আলিপুরদুয়ার-২ ব্লকের ধারসি এলাকায় বিজেপির জেলা সম্পাদক অর্জুন দেবনাথকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। ঘটনাস্থলে ছিলেন অর্জুনের ভাই অসীম। দাদাতে বাঁচাতে ছুটে আসেন তিনি। অভিযোগ, এরপরই সেই কোপ গিয়ে পড়ে অসীমের ঘাড়ে।

আরও পড়ুন: ‘ন্যাকা কান্না’ পছন্দ নয় মমতার, নিদান দিলেন ‘পাড়ার ঝগড়ুটে মহিলাদের এজেন্ট করে দাও’

বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানান, তৃণমূল জেনে গিয়েছে, ওরা আলিপুরদুয়ার জেলার সবকটি আসনে হারবে। তাই ধমকানো, চমকানো, হিংসার রাজনীতি করছে। কিন্তু এভাবে মানুষের সমর্থন পাওয়া যায় না। যদিও তৃণমূলের দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।