Alipurduar: পঞ্চায়েতের আগে দল বদল, বিজেপি ছেড়ে তৃণমূলে কৃষক নেতা

Alipurduar: আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এলাকায় তৃণমূলের একটি সভা আয়োজিত হয়। ওই সভাতেই তৃণমূলে যোগ দেন অর্জুন বিশ্বাস। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাসফুল শিবিরের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায়।

Alipurduar: পঞ্চায়েতের আগে দল বদল, বিজেপি ছেড়ে তৃণমূলে কৃষক নেতা
তৃণমূলে যোগ বিজেপি কিষান মোর্চার নেতার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 8:15 PM

আলিপুরদুয়ার : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত সরগরম হচ্ছে রাজনীতির বাতাবরণ। এরই মধ্যে এবার আলিপুরদুয়ার জেলায় দলবদলের হিড়িক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলার একাধিক নেতা-কর্মী। মঙ্গলবার বিজেপির একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য কিষান মোর্চার এক্সিকিউটিভ মেম্বার অর্জুন বিশ্বাস এবং তাঁর অনুগামীরা। এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এলাকায় তৃণমূলের একটি সভা আয়োজিত হয়। ওই সভাতেই তৃণমূলে যোগ দেন অর্জুন বিশ্বাস। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাসফুল শিবিরের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায়।

হঠাৎ কেন দল ছাড়লেন বিজেপির কিষান মোর্চার এই নেতা? সেই কারণও ব্যাখ্যা করেছেন অর্জুন বিশ্বাস। তাঁর বক্তব্য, “বিজেপির কিছু নেতৃত্ব দলটির ক্ষতি করে যাচ্ছে। এই অবস্থায় দল করা যায় না।” পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে যে উন্নয়নমূলক কাজগুলি হয়েছে, তার প্রশংসাও শোনা যায় সদ্য বিজেপি ছাড়া এই নেতার গলায়। অর্জুন বিশ্বাসের কথায়, সেই উন্নয়নে সামিল হতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। শাসক দলের ব্লক সভাপতি ধীরেশ রায় এদিন দাবি করেছেন, শুধু অর্জুন বিশ্বাসই নয়, তাঁর সঙ্গে এলাকার প্রায় ৪০ জন বিজেপি নেতা ও কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না স্থানীয় বিজেপি শিবির। অর্জুন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক বলেন, “উনি তৃণমূলে পা বাড়িয়ে ছিলেন। আমরা বুঝতে পেরে ছিলাম বিজেপিতে থেকে টিএমসি-তে কাজ করছিল। আজ সকালে ওকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই দলত্যাগের ফলে খোয়ারডাঙায় বিজেপির ২১ নম্বর মণ্ডলে কোনও ক্ষতি হবে না। পঞ্চায়েত ভোটে খোয়ারডাঙা ১ ও ২ গ্রাম পঞ্চায়েতে কোনও প্রভাব পড়বে না। ওর কীর্তিকলাপের জন্য আগামী ৮ সেপ্টেম্বর খোয়ারডাঙাতে বড় ধরনের জয়েনিং হবে। বহু তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগদান করবেন।”