Alipurduar Dengue: আলিপুরদুয়ারেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ, জেলায় আক্রান্ত ৩৫০

Alipurduar Dengue: বিশেষত জেলার চা বলয়ে বেশি ডেঙ্গি প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আলিপুরদুয়ার পুরসভায় ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত।

Alipurduar Dengue: আলিপুরদুয়ারেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ, জেলায় আক্রান্ত ৩৫০
ডেঙ্গির সংক্রমণ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 2:28 PM

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলার প্রতিটি ব্লকে ডেঙ্গি রোগে আক্রান্তের খোঁজ মিলছে। মাদারিহাট ব্লক সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে বলে খবর। সরকারি নথি বলছে, জেলায় ৩৫০ জনের ওপরে ডেঙ্গিতে আক্রান্ত। এর মধ‍্যে মাদারিহাট ব্লকে ২৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত। যদিও তাঁদের মধ‍্যে অনেকেই এখন সুস্থ হয়েছেন।

জানা যাচ্ছে, বিশেষত জেলার চা বলয়ে বেশি ডেঙ্গি প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আলিপুরদুয়ার পুরসভায় ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। যদিও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে সতর্ক থাকার কথা বলেছেন। এ ব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত সান্ন্যাল কোন মন্তব্য করতে রাজি হননি।

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার চিন্ময় বর্মন জানান, ইদানিং ডেঙ্গি আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে এবং মাদারিহাট ব্লকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা মিলেছে। তিনি জানান, বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে, জমা জল কিছুদিন অন্তর ফেলে দিতে হবে। এলাকা সাফ রাখতে হবে।

মাদারিহাট হাসপাতাল রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান রশিদুল আলম জানান, মাদারিহাট ব্লকের চা বলয় এলাকা ও পাহাড়ি এলাকায় ডেঙ্গি প্রকোপ বৃদ্ধি পেয়েছে । এই সমস্ত এলাকায় পানীয় জলের সঙ্কট থাকায় জনগণ জল জমিয়ে রাখে ফেলতে চায় না এবং যার দরুন ডেঙ্গি মশার প্রাদুর্ভাব। রশিদুল আলম বলেন, ” আমরা ওই সমস্ত এলাকায় পানীয় জলের সমস্যা দূর করছি এবং জনগণকে সচেতন করছি।”