Alipurduar: অবৈধ ভাবে মজুত করা মদের ঠেকে অভিযান, পাথর হামলায় আহত আবগারি দফতরের কর্মী

Alipurduar: সেখান থেকে আবগারী কর্মীরা ১৮ কার্টুন অবৈধ ভাবে তৈরি মদ উদ্ধার করে। মদ উদ্ধারের পর অভিযুক্ত পাথর ছুড়ে মদ নষ্ট করার চেষ্টা শুরু করে। উদ্ধার হওয়া মদ রক্ষা করতে গিয়ে আহত হন এক আবগারি কর্মী।

Alipurduar: অবৈধ ভাবে মজুত করা মদের ঠেকে অভিযান, পাথর হামলায় আহত আবগারি দফতরের কর্মী
আলিপুরদুয়ারে গ্রেফতার অবৈধ মদের কারবারিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 8:30 AM

আলিপুরদুয়ার: লাইসেন্সবিহীন মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আহত হলেন এক আবগারি দফতরের কর্মী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনির বিচ বাগানে। শুক্রবার গভীর রাতে জয়গাঁও,কালচিনি,বীরপাড়া আবগারি দফতরের কর্মীরা কালচিনির বিচ বাগানে অভিযান চালান। আবগারি দফতরের কাছে খবর ছিল, ওই চাবাগানে বেআইনি মদ তৈরির পাশপাশি মদ মজুত করা রয়েছে।

সেখান থেকে আবগারী কর্মীরা ১৮ কার্টুন অবৈধ ভাবে তৈরি মদ উদ্ধার করে। মদ উদ্ধারের পর অভিযুক্ত পাথর ছুড়ে মদ নষ্ট করার চেষ্টা শুরু করে। উদ্ধার হওয়া মদ রক্ষা করতে গিয়ে আহত হন এক আবগারি কর্মী। পাথরের আঘাতে গুরুতর আহন অরূপকুমার দাস নামে ওই ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে পাঠানো হয়। আবগারি আধিকারিক সন্দীপ দে জানিয়েছেন, খবর ছিল অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছে, সেখানে মদ মজুতও করা হচ্ছে। এই মদই আবার বেশি দামে বাইরে বিক্রি করা হচ্ছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মদ উদ্ধারের পরই তেড়ে ফুড়ে ওঠেন কর্মীরা। পাথর ছোড়া শুরু করেন। তখনই পাথরের আঘাতে এক কর্মী আহত হন।

মাদারিহাট হাসপাতালে চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছে অরূপকুমার নামে ওই ব্যক্তি। এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও আবগারি দফতরের কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। ওই ব্যক্তির নাম পাণ্ডু প্রধান। তাকে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে আবগারি দফতর। ধৃত ব্যক্তিকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে।