Alipurduar: রাস্তার ধারে আচমকা ভোজালি নিয়ে হামলা ২ দুষ্কৃতীর, আহত দুই তৃণমূল কর্মী

Alipurduar: জানা গিয়েছে, বুধবার ডাবের দোকানে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল কর্মীরা। সেই সময় দুই দুষ্কৃতী আচমকাই হামলা চালায়। আহত দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।

Alipurduar: রাস্তার ধারে আচমকা ভোজালি নিয়ে হামলা ২ দুষ্কৃতীর, আহত দুই তৃণমূল কর্মী
আলিপুরদুয়ারে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 9:06 AM

আলিপুরদুয়ার: তৃণমূলের পাঁচজন কর্মীকে ভোজালি দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত দু’জন। জানা গিয়েছে, একটি ডাবের দোকানে ভোজালি নিয়ে হামলা চালায় দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি সংলগ্ন এলাকায়। তবে কী কারণে এই হামলা তা জানতে পারা যায়নি। এই ঘটনায় তৃণমূল বিজেপি-র দিকে আঙুল তুলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

জানা গিয়েছে, বুধবার ডাবের দোকানে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল কর্মীরা। সেই সময় দুই দুষ্কৃতী আচমকাই হামলা চালায়। আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার জংশন এবং আলিপুরদুয়ার থানার পুলিশ।

এ দিকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি দশ মিনিট পথ অবরোধ করেও রাখেন তাঁরা। এ দিকে, ওই দুই দুষ্কৃতীকে ও মারধর করে স্থানীয় জনতা। তাঁদেরও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় অঞ্চল সভাপতি সুকান্ত দে এই ঘটনার পেছনে বিজেপি জড়িত বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমি জানতে পেরেছি আমাদের স্থানীয় তৃণমূল কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওদের উপর আক্রমণের খবর পেয়ে এলাকার দোকানদাররা তাদের সাহায্য করে। দুষ্কৃতীদের ধরে মারধর করা হয়।”