Firearms Recovery: বর্ষবরণের আগে পুলিশি নাকা চেকিং, আলিপুরদুয়ারে উদ্ধার দেশি ইমপ্রোভাইজ়ড আগ্নেয়াস্ত্র

Alipurduar Police: প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্রগুলি কোচবিহার থেকে ফালাকাটা হয়ে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল।

Firearms Recovery: বর্ষবরণের আগে পুলিশি নাকা চেকিং, আলিপুরদুয়ারে উদ্ধার দেশি ইমপ্রোভাইজ়ড আগ্নেয়াস্ত্র
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 3:43 PM

আলিপুরদুয়ার: বছর শেষে বড় সাফল্য আলিপুরদুয়ার (Alipurduar) পুলিশের। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র (Firearms Recovery)। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে দুটি দেশি ইমপ্রোভাইজ়ড আগ্নেয়াস্ত্র। পাওয়া গিয়েছে কার্তুজও। একটি গাড়িতে করে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় ইতিমধ্যেই ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নবকান্ত অধিকারী। বছর সাইত্রিশের ওই ব্যক্তি কোচবিহারের চিলকিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্রগুলি কোচবিহার থেকে ফালাকাটা হয়ে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই আগ্নেয়াস্ত্রগুলি। তবে ওই আগ্নেয়াস্ত্রহুলি কী কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গোপন সূত্র মারফত আলিপুরদুয়ার থানার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতো শুক্রবার রাতে আলিপুরদুয়ার থানার পুলিশের অ্যান্টি-ক্রাইম দল সোনাপুর-ফালাকাটা রোডের উপর শিলতোর্ষা ব্রিজের কাছে নাকা তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময়েই শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ একটি নীল রঙের ছোট চার চাকার গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় এক জোড়া দেশি ইমপ্রোভাইজ়ড আগ্নেয়াস্ত্র। সেই সময় গাড়িটিকে কেবল চালকই ছিল। তার প্যান্টের পকেট থেকে এক জোড়া কার্তুজও পাওয়া যায়।

আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশি জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রসহ ওই ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, হেফাজতে নিয়ে ঘটনার পরিকল্পনা সম্বন্ধে আরও তদন্ত করা হবে। তবে সর্বত্র পুলিশ সতর্ক রয়েছে এবং বিভিন্ন জায়গায় নাকা-চেকিং চলছে।

প্রসঙ্গত, বর্ষবরণের আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রাজ্য পুলিশ। শুধু আলিপুরদুয়ার জেলাতেই নয়, রাজ্যের সব প্রান্তে বাড়তি সতর্ক রয়েছেন পুলিশ কর্মীরা। কলকাতা থেকে শুরু করে জেলা জেলায় চলছে কড়া নজরদারি। আর তাতেই বড় সাফল্য এল আলিপুরদুয়ার পুলিশের।