Alipurduar Murder: জামায় লেগে রক্ত, তাই পরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে যুবক, দুয়ে-দুয়ে চার করল পুলিশ

Alipurduar: ডুয়ার্সের কালচিনি ব্লকের হাসিমারা এলাকার ঘটনা। সেখানে মঙ্গলবার দুপুরে আমতলা এলাকায় বাবলু জয়সওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী-র বিন্দু প্রসাদ জয়সওয়ালের বচসা বাধে।

Alipurduar Murder: জামায় লেগে রক্ত, তাই পরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে যুবক, দুয়ে-দুয়ে চার করল পুলিশ
স্ত্রীকে খুন স্বামীর (নিজস্ব ছবি)
Follow Us:
| Updated on: Nov 08, 2022 | 6:18 PM

আলিপুরদুয়ার: দীর্ঘদিনের সংসার ওদের। তবে বৈবাহিক সম্পর্ক মোটেই সুখকর ছিল না। আর তার প্রমাণ মিলল হাতেনাতে। সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে এলোপাথাড়ি ছুরি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

ডুয়ার্সের কালচিনি ব্লকের হাসিমারা এলাকার ঘটনা। সেখানে মঙ্গলবার দুপুরে আমতলা এলাকায় বাবলু জয়সওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী-র বিন্দু প্রসাদ জয়সওয়ালের বচসা বাধে। অভিযোগ, এরপরই বাবলু তাঁর স্ত্রীর উপর এলোপাথাড়ি ছুরি চালায় বলে অভিযোগ। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী।

এ দিকে, মহিলার চিৎকারে ততক্ষণে এলাকায় জমা হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করেন। এবং অভিযুক্ত বাবলুকে গ্রেফতার করে তারা।

পুলিশ সূত্রে খবর, খুন করার কিছুক্ষণ পর বাবলু সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছিল। তাঁর জামায় রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জেরা এগোতেই দোষ স্বীকার করে নেন তিনি।

উল্লেখ্য, এ দিকে আজ উত্তর ২৪ পরগনা থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীদের দাবি যে খুন করে ফেলে দেওয়া হয়েছে তাঁকে। তবে মৃত যুবকের কোনও  নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যাত্রীরা। সেই সময় একটা উদ্ভট গন্ধ নাকে এসে ঠেকে। তারপরই একটু এগিয়ে যেতেই থতমত খেয়ে যআন সকলে। রেল লাইনের পাশের পুকুরে পড়ে রয়েছে পচা-গলা দেহ। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিশ।