John Barla: বন্ধ চা বাগান, শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দিলেন জন বার্লা

John Barla: জন বার্লা জানান, তিনি তাঁর বেতনের টাকা থেকে তিন লক্ষ টাকা ত্রাণ হিসেবে শ্রমিকদের প্রদান করলেন । এছাড়া বিধায়ক বিশাল লামা থেকে রায়মাটাং চা বাগানের শ্রমিকদের বস্ত্র প্রদান করা হয়

John Barla: বন্ধ চা বাগান, শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দিলেন জন বার্লা
চা বাগানে জন বার্লাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 9:11 AM

আলিপুরদুয়ার: মানবিক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এবার বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোতে ত্রাণ তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিকদের নিজের বেতনের টাকা থেকে তিন লক্ষ টাকা তুলে দিল কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এদিন রায়মাটাং চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ও বিজেপি বিধায়ক বিশাল লামা এসে শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেয় ।  জন বার্লা অভিযোগ করে প্রশাসন কোনও ব‍্যবস্থা নিচ্ছে না বন্ধ চা বাগানের শ্রমিকদের জন‍্য।

এদিন জন বার্লা জানান, তিনি তাঁর বেতনের টাকা থেকে তিন লক্ষ টাকা ত্রাণ হিসেবে শ্রমিকদের প্রদান করলেন । এছাড়া বিধায়ক বিশাল লামা থেকে রায়মাটাং চা বাগানের শ্রমিকদের বস্ত্র প্রদান করা হয় । এদিন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা অভিযোগ করেন প্রশাসন কোনো ব‍্যবস্থা নিচ্ছেনা বন্ধ চা বাগানের শ্রমিকদের জন‍্য ।

ওপরদিকে এই তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ওমদাস লোহার জানান, রাজ‍্য সরকার চা বাগানের জন‍্য অনেক কিছু উদ‍্যোগ নিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কিছু করছে না, ওঁরা কিছূ করুক শুধু ত্রাণ দিলে হবে না।”

প্রসঙ্গত, পুজোর মুখে পরপর বন্ধ হয়েছে চা বাগান। বন্ধ হয়েছে বড় সামসিং চা বাগানও। আর্থিক অনটনের নোটিস দিয়ে পরপর বাগানগুলি বন্ধের নোটিস দিয়েছে মালিকপক্ষ।