Tea Worker Protest: রফা ছিল ১৯ শতাংশ বোনাস, পগারপার বাগান মালিক, বাড়ি ঘেরাও করতে শিলিগুড়ি ছুটলেন চা শ্রমিকরা
Tea Worker Protest: এ দিকে, এই আন্দোলনের জেরে পথে নামতে বাধ্য হলেন শ্রমিকরা। শনিবার ভোর সকালে তাঁরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চা বাগান কর্তৃপক্ষর বাড়ি ঘেরাওয়ের জন্য। আর তাঁদের সঙ্গ দিয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।
আলিপুরদুয়ার: বোনাসের দাবিতে আগেই উত্তাল হয়ে উঠেছিল উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান। পরে কলকাতায় ম্যারাথন বৈঠকের পর বের হয় রফা সূত্র। আলোচনার শেষে জানা যায় ১৯ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। কিন্তু কোথায় কী? এত সব কিছুর পরও বোনাস না দেওয়ার অভিযোগ রায়মাটাং চা বাগানের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাগান বন্ধ করে দেওয়া হল।
এ দিকে, এই আন্দোলনের জেরে পথে নামতে বাধ্য হলেন শ্রমিকরা। শনিবার ভোর সকালে তাঁরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চা বাগান কর্তৃপক্ষর বাড়ি ঘেরাওয়ের জন্য। আর তাঁদের সঙ্গ দিয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।
বিক্ষোভরত এক কর্মী বলেন, “বাগান কর্তৃপক্ষ আমাদের ন্যায্য টাকা লুঠ করে পালিয়ে গেছে। আর এখন ঘাপটি মেরে বসে রয়েছে ঘরে। তাই ওনার ঘরের সামনে আমরা তিনদিন ধরে বিক্ষোভ করব। যে ভাবে উনি পুজোর সময় শ্রমিকদের হেনস্থা করল, তাঁদের সন্তানদের কাঁদাল এই পুজোর তিনদিন পুজোর যোগ্য জবাব দেব বিক্ষোভ দেখাল।”
বস্তুত, অক্টোবর মাসের ২০ তরিখে কলকাতায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ) ও টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (টাই) সদস্যভুক্ত মোট ১৩৪ টি চা বাগান সিদ্ধান্ত নেয় ১৯ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। যদিও, শ্রমিকদের দাবি ছিল ২০ শতাংশ বোনাস দিতে হলে। এই ১৩৪টি চা বাগানের মধ্যে রায়মাটাং চা বাগানও ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল বোনাস তো দেওয়া হচ্ছে না, উল্টে বাগান বন্ধ করে মাইনে না দিয়েই পগারপার বাগান কর্তৃপক্ষ।