Smart Library: ডুয়ার্সের চা বলয়ে এবার স্মার্ট লাইব্রেরি, প্রথাগত বই পড়ার পাশাপাশি থাকছে আরও সুবিধা

Alipurduar: শুধু প্রথাগত গ্রন্থাগারই নয়, এখানে থাকছে আধুনিক সব ব্যবস্থাপনাও। প্রথাগত বই পড়ার পাশাপাশি অনলাইনে স্মার্ট ক্লাসের ব্যবস্থা থাকছে এই গ্রন্থাগারগুলিতে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ুয়াদের বিশেষ কোচিং-এর ব্যবস্থাও থাকবে এই গ্রন্থাগারগুলিতে।

Smart Library: ডুয়ার্সের চা বলয়ে এবার স্মার্ট লাইব্রেরি, প্রথাগত বই পড়ার পাশাপাশি থাকছে আরও সুবিধা
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 8:11 PM

আলিপুরদুয়ার: ডুয়ার্সের চা বলয়ে এবার ঢেলে সাজানো হচ্ছে গ্রন্থাগারগুলিকে। ডুয়ার্স দিশা প্রকল্পের আওতায় আলিপুরদুয়ার জেলায় পুরনো গ্রন্থাগারগুলিকে নতুন করে সংস্কার করা হচ্ছে। ছ’টি লাইব্রেরিকে এবার স্মার্ট লাইব্রেরিতে পরিণত করল জেলা প্রশাসন। শুধু প্রথাগত গ্রন্থাগারই নয়, এখানে থাকছে আধুনিক সব ব্যবস্থাপনাও। প্রথাগত বই পড়ার পাশাপাশি অনলাইনে স্মার্ট ক্লাসের ব্যবস্থা থাকছে এই গ্রন্থাগারগুলিতে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ুয়াদের বিশেষ কোচিং-এর ব্যবস্থাও থাকবে এই গ্রন্থাগারগুলিতে।

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলায় বর্তমানে মোট ৩৮টি গ্রন্থাগার রয়েছে। এর মধ্যে ছ’টি ব্লকের প্রতিটিকে একটি করে গ্রন্থাগারকে সংস্কার করে স্মার্ট লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এর জন্য সব মিলিয়ে মোট আড়াই কোটি টাকা খরচ করা হয়েছে। নতুনভাবে সজ্জিত এই গ্রন্থাগারগুলির মাধ্যমে পড়ুয়ারা বিভিন্নভাবে উপকৃত হবে বলেই মনে করছেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। তিনি বলেন,  ‘এই লাইব্রেরিগুলিতে ই-লার্নিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আগামী দিনে এখানকার চাকরিপ্রার্থীরা এই লাইব্রেরিতে কোচিং নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারে।’

উল্লেখ্য, এই স্মার্ট লাইব্রেরিগুলির মাধ্যমে আগামী দিনে পড়ুয়াদের অনেকটা সুবিধা হবে বলেই মনে করছে জেলার শিক্ষামহল। শুধু প্রথাগত পড়াশোনাই নয়, চা বলয়ের প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও এবার সুবিধা পাবে অনলাইন ক্লাসের। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগও থাকছে এখানে। ফলে  সর্বভারতীয়স্তরে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সুবিধা পাবে চা বলয়ের প্রান্তিক এলাকার পড়ুয়ারা।