Nisith Pramanik: সোনার দোকানে চুরির অভিযোগ, আদালতে হাজিরা দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

Alipurduar Court: উল্লেখ্য, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু'টি সোনার দোকানে চুরির অভিযোগে নাম জড়িয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ।

Nisith Pramanik: সোনার দোকানে চুরির অভিযোগ, আদালতে হাজিরা দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 12:59 PM

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার আদালতে হাজির হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোনার দোকানে চুরির অভিযোগে গত বছরের ১১ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারক। সেই মামলায় মঙ্গলবার (আজ) আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

উল্লেখ্য, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু’টি সোনার দোকানে চুরির অভিযোগে নাম জড়িয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের । এরপর আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে অর্থাৎ ২০১৯ সালে নিশীথ প্রামাণিক সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসত এমপি আদালতে স্থানান্তরিত হয়।

তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিশেষ আবেদনের ভিত্তিতে ওই মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের লোয়ার কোর্টে (নিম্ন আদালতে) পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। এরপর ১১ নভেম্বর মামলাটির শুনানি ছিল। আদালত সূত্রে খবর, ওই দিন নিশীথ প্রামাণিকের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

সেই সময় এই বিষয়ে সরকারি আইনজীবী জানান যে, GR973/09 কেসে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭, ৪১১, ৩৮০ ধারায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। যেহেতু নিশীথ প্রামাণিক সাংসদ তাই বারাসতে নির্দিষ্ট আদালতে এই মামলা চলে গিয়েছিল। কিন্তু, হাইকোর্টের নির্দেশে মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতে আসে।

এদিকে, মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। আজ সকাল থেকেই আদালত চত্বের উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী ও বিজেপি কর্মী সমর্থকরা।