TMC Group Clash: চেন-লাঠি-দা, সব নিয়েই চলল হামলা, দলেরই লোকজনকে মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীরা

Alipurduar: গোটা ঘটনায় আহত তিনজন। তাঁদেরকে পাঁচকেলগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আলিপুরদুয়ারের (Alipurduar) ঘটনা।

TMC Group Clash: চেন-লাঠি-দা, সব নিয়েই চলল হামলা, দলেরই লোকজনকে মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীরা
আহত তৃণমূল কর্মী (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 8:27 PM

আলিপুরদুয়ার: আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC group Clash)। এর জেরে সংঘর্ষ। মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটল। গোটা ঘটনায় আহত তিনজন। তাঁদেরকে পাঁচকেলগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আলিপুরদুয়ারের (Alipurduar) ঘটনা।

মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সিমলাবাড়ি সুনসুনি বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেখানে তৃণমূলের এক গোষ্ঠী দা, চেন, ভোজালী, লাঠি নিয়ে অপর গোষ্ঠীর সদস্যদের মারধর করে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি মনোরঞ্জন দে বনাম তৃণমূল নেতা কৃষ্ণ দে-র। সূত্রের খবর, এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ লেগে রয়েছে।আজ

আজ সুনসুনি বাজার এলাকায় একটি অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলেন কৃষ্ণ দে-র লোকজন। অভিযোগ, ঠিক তখনই  মনোরঞ্জন দে গোষ্ঠীর লোকজন এসে অতর্কিতে ওই আলোচনা সভায় হামলা চালায়। আহত তৃণমূল সমর্থকরা স্পষ্ট জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর ওখানে একটি খেলার আয়োজন করা হবে। সে জন্য ঘরে আলোচনা চলছিল। অতর্কিতে তাঁদের উপর আক্রমণ করা হয়। দা, চেন, খুকড়ি,লাঠি নিয়ে আক্রমণ চালানো হয় তাদের উপর।

গোটা ঘটনার নিন্দা করেছে তৃণমূলের ব্লক সহ সভাপতি সুভাস রায়। তিনি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছেন। যদিও বিজেপি নেতৃত্ব এটিকে গুরুত্ব দিতে চাননি। বিজেপি নেতা বলেন, ‘এটা তৃণমূলের মধ্যে রাজ্যজুড়ে হচ্ছে। বলার কিছু নেই।’ এ দিন, আহতরা গোটা ঘটনার জন্য প্রাক্তন ব্লক সভাপতি মনোরঞ্জন দে-কে কাঠগড়ায় তুলেছেন। মনোরঞ্জন দে-র প্রত্যক্ষ মদতে এসব আলিপুরদুয়ারে হচ্ছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তির প্রতিক্রিয়া মেলেনি।