বোলপুরে সপ্তাহে তিনদিন করে অমিতকে চাইছেন অনুব্রত!

অমিত শাহের সভায় বীরভূমের মানুষে ভিড় হয়নি। বরং বাইরের জেলার লোক দিয়েই ভিড় বাড়ানো হয়েছে। এমনকী ঝাড়খণ্ডের থেকেও বাস এনে ভিড় বাড়ানো হয়েছে বলে তাঁর দাবি।

বোলপুরে সপ্তাহে তিনদিন করে অমিতকে চাইছেন অনুব্রত!
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 5:59 PM

বোলপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিশ্বভারতী দর্শন, রোড শো এবং তারপর সংক্ষিপ্ত বক্তৃতা শেষ হতে অবশেষে মুখ খুললেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তবে খুব একটা আক্রমণাত্মক কায়দায় নয়। বরং কিছুটা নিষ্প্রফভাবেই বললেন, ‘রোড শো করার অধিকার তো সকলেরই রয়েছে’। তবে অমিত শাহের সভায় বীরভূমের মানুষে ভিড় হয়নি। বরং বাইরের জেলার লোক দিয়েই ভিড় বাড়ানো হয়েছে। এমনকী ঝাড়খণ্ডের থেকেও বাস এনে ভিড় বাড়ানো হয়েছে বলে তাঁর দাবি।

আসন্ন সময়ে অমিত শাহ যতবারই বোলপুরে আসুন না কেন, তাতে তৃণমূলের ভোটব্যাঙ্কের কোনও ক্ষতি হবে না বলেই এদিন জানান অনুব্রত। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে বারংবার রাজ্যবাসীর কাছে একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। পাল্টা দিয়ে বীরভূম জেলা সভাপতি বলেন, ‘ওরা তো ৮ বছর ধরে কেন্দ্রে রয়েছে। সোনার বাংলা গড়ার আগে সোনার ভারত গড়ে দেখাক না।’ তাঁর আরও অভিযোগ, ‘বিজেপি বাংলা থেকে বাঙালিকে মুছে ফেলতে চাইছে।’

আরও পড়ুন: মমতাকে ফোন শরদ পাওয়ারের, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক

বাংলায় তোলাবাজির অভিযোগ অনুব্রত এদিন পাল্টা যুক্তি খাড়া করে বলেন, ‘এখানে সেটা হলে কখনই এত উন্নয়ন হতো না।’ অমিত শাহ যতবার বীরভূমের মাটিতে পা রাখবেন তৃণমূলের কর্মীরাও ততই উৎসাহিত হবে বলে চমকপ্রদ মন্তব্য করেন তিনি। অনুব্রতর কথায়, ‘আমি তো চাইব ভোট ঘোষণা হওয়ার পর সপ্তাহে যেন তিনদিন করে আসেন। আমার কর্মীদের উৎসাহ বাড়বে। কাজ করতে সুবিধা হবে। না এলে তো কর্মীরা চুপচাপ হয়ে যাবে। যত আসবেন, কর্মীরা তত খাটবে।’

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী হবে বাংলারই ভূমিপুত্র’, মেগা রোড শো-তেই স্পষ্ট করলেন অমিত