গলায় দড়ি দিয়ে ‘আত্মঘাতী’ কৃষক

শুক্রবার, মোফিজুলের স্ত্রী রেশমা স্থানীয় থানায় অভিযোগ করেন স্বামীর সঙ্গে ‘এক ছাদের তলায়’ থাকতে তিনি অপারগ। এরপর, পুলিসি সাহায্যে, বিয়েতে পাওয়া সমস্ত যৌতুক নিয়ে জয়নগরে নিজের বাপের বাড়িতে চলে যান তিনি। তারপরেই অবসাদে ভেঙে পড়েন মোফিজুল।

গলায় দড়ি দিয়ে ‘আত্মঘাতী’ কৃষক
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 7:03 PM

দক্ষিণ ২৪ পরগণা : পারিবারিক অশান্তির জেরে ‘আত্মঘাতী’(Suicide) বছর ২২-এর এক কৃষক। শনিবার, ক্যানিং থানার ইটখোলা গ্রামে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’ করেন মোফিজুল শেখ।

পুলিস সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল ওই যুবকের। ইদানিং, মোফিজুলের স্ত্রী এক বছরের শিশুকন্যাকে নিয়ে আলাদা থাকতেও শুরু করেছিলেন।শুক্রবার, মোফিজুলের স্ত্রী রেশমা স্থানীয় থানায় অভিযোগ করেন স্বামীর সঙ্গে ‘এক ছাদের তলায়’ থাকতে তিনি অপারগ। এরপর, পুলিসি সাহায্যে, বিয়েতে পাওয়া সমস্ত যৌতুক নিয়ে জয়নগরে নিজের বাপের বাড়িতে চলে যান তিনি। তারপরেই অবসাদে ভেঙে পড়েন মোফিজুল। শনিবার সন্ধ্যায়, নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’(Suicide) করেন ।

আরও পড়ুন :  বৃদ্ধ স্বামীর খণ্ড-বিখণ্ড দেহ, বঁটি দিয়ে কোপালেন স্ত্রী

বাড়ির মধ্যে ওই যুবকের দেহ ঝুলতে দেখে তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ মোফিজুলকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অমুমান, ওই যুবক ‘আত্মহত্যা’-ই(Suicide) করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 আরও পড়ুন :  পাড়ার দাদাদের ‘নীতিপুলিসি’, অপমানে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী