পাড়ার দাদাদের ‘নীতিপুলিসি’, অপমানে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী
সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিয়ো মেয়েটির পরিবারের হাতে আসে। পরিবারের তরফে তাকে এই নিয়ে বকাঝকাও করা হয়। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মেয়েটি। গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হয় সে।
পশ্চিম মেদেনীপুর : ‘পাড়ার দাদাদের’ চোখরাঙানিই কাল হল মেয়ের। অভিযোগ, স্থানীয় যুবকদের হেনস্থার শিকার হয়ে অপমানে আত্মঘাতী(Suicide) নয়াবসত পার্বতী হাইস্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী। ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে বাড়ি থেকে ষোল বছরের ওই মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের এক সদস্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদেনীপুরের নয়াবসত এলাকায়।
আরও পড়ুন : মমতা লড়ুক, আমরাও লড়ব, বিজেপি বিরোধিতার প্রতিযোগিতা হোক: দীপঙ্কর ভট্টাচার্য
স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার, নিজের প্রেমিকের সঙ্গে সন্ধ্যেবেলা বাইকে করে ঘুরতে গিয়েছিল ওই ছাত্রী। ফেরার পথে, স্থানীয় কিছু যুবক তাদের পথ অবরোধ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি, হেনস্থাও করে তারা। অভিযোগ মারধর করা হয় মেয়েটির প্রেমিককেও। গোটা ঘটনাটাই ভিডিয়ো করে রাখেন ওই যুবকদের একজন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে তারা।
আরও পড়ুন: ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু গাড়ির মালিকের
ঘটনাচক্রে, সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিয়ো মেয়েটির পরিবারের হাতে আসে। পরিবারের তরফে তাকে এই নিয়ে বকাঝকাও করা হয়। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মেয়েটি। গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী(Suicide) হয় সে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। মৃতার প্রেমিক যদিও এই ব্যাপারে মুখে ‘কুলুপ এঁটেছে।’ পুলিস সূত্রের খবর, মেদেনীপুর মেডিক্যাল কলেজে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকদের খোঁজ চালাচ্ছে চন্দ্রকোণা থানার পুলিস।