Ram Mandir: রামলালাকে চাল পাঠাল বালুরঘাট, পূর্ব মেদিনীপুর দিল ফুল

Ram Mandir: জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় ২৫ থেকে ৩০ রকমের ফুলের চাষ হয়। গুণগত মানের কারণে দেশে বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাঁদার যথেষ্ট খ্যাতি রয়েছে। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণে। শুধু কয়েক লক্ষ পাঁশকুড়ার মহৎপুর এবং জানাবাড় থেকে চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে অযোধ্যার রাম মন্দিরে।

Ram Mandir: রামলালাকে চাল পাঠাল বালুরঘাট, পূর্ব মেদিনীপুর দিল ফুল
রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছে রামলালার এই মূর্তিটি। মন্দির উদ্বোধনের আগেই এই ছবি প্রকাশ্যে এনেছে ট্রাস্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2024 | 1:27 PM

কণিষ্ক মাইতি

বালুরঘাট ও পাঁশকুড়া: রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের। আর তাই পুজোর ভোগের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল। রবিবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে এই চিনি আতপ চাল পাঠানো হয়েছএ। নারকেল ফাটিয়ে রামের পতাকা নাড়িয়ে চালের গাড়ির সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাট থেকে মোট ১ হাজার এক কিলো জেলার সুগন্ধি চিনি আতপ চাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হল।

তবে শুধু দক্ষিণ দিনাজপুর নয়। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকে পাঠানো হচ্ছে ফুল। জানা গিয়েছে,মন্দির সাজানোর কাজে ব্যবহার করা হবে মূলত চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল। এই ফুলের একটি বড় অংশের জোগান দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। দিল্লির ব্যবসায়ীরা এজেন্টের মাধ্যমে পূর্ব মেদিনীপুর থেকে সরাসরি ফুল কিনছেন বলে খবর। ফলে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বাজারে বেড়েছে ফুলের দাম। যার জেরে খুশি ফুল চাষিরা।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় ২৫ থেকে ৩০ রকমের ফুলের চাষ হয়। গুণগত মানের কারণে দেশে বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাঁদার যথেষ্ট খ্যাতি রয়েছে। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণে। শুধু কয়েক লক্ষ পাঁশকুড়ার মহৎপুর এবং জানাবাড় থেকে চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে অযোধ্যার রাম মন্দিরে। এছাড়াও পাঁশকুড়ার ফুল চাষিদের কাছ থেকে কয়েক হাজার গ্ল্যাডিওলাস ফুল কিনে রাম মন্দিরের কাজে পাঠিয়েছেন ফুল ব্যবসায়ীরা। একদিকে রাম মন্দিরের উদ্বোধন অন্যদিকে বিয়ের মরশুম চালু হওয়ায় ফুলের বাজার উর্ধ্বমুখী তাতেই খুশি ফুল চাষিরা।