Abhishek Banerjee: ‘বুক ফুলিয়ে গিয়েছি, বুক চিতিয়ে ফিরেছি’, নবজোয়ারে ফিরে বললেন অভিষেক

Abhishek Banerjee: এদিন তিনি দাবি করেন, দু দিন কর্মসূচি বন্ধ থাকায় মানুষের উৎসাহ তিনগুণ বেড়ে গিয়েছে। তিনি বলেন, 'সারা রাস্তা লোকে লোকারণ্য। ৩০টি রাজনৈতিক লোক থাকলে ভিড়ের মধ্যে ৭০টি অরাজনৈতিক লোক থাকছে।'

Abhishek Banerjee: 'বুক ফুলিয়ে গিয়েছি, বুক চিতিয়ে ফিরেছি', নবজোয়ারে ফিরে বললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 11:14 PM

বাঁকুড়া : কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে আসায় হতাশ হয়ে পড়েছে বিজেপি। বিষ্ণুপুরের সভা থেকে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিজেপি তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেছেন অভিষেক। সোমবারই ফের নবজোয়ার কর্মসূচিতে ফিরেছেন তিনি। গত শুক্রবার সিবিআই নোটিস দেওয়ার পর মাঝপথেই কর্মসূচি ছেড়ে কলকাতায় ফিরতে হয়েছিল অভিষেককে। কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি। সাড়ে ৯ ঘণ্টা পর বেরোন সিবিআই দফতর থেকে। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করার সময় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বয়সের হিসেব দিয়ে তিনি বলেন, ‘আমার ৩৬ বছর বয়স। মোদীজির বয়স ৭২। আমার দ্বিগুণ বয়স। আমার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার না করে, লড়াই করতে হলে জনতার দরবারে আসুন।’

একই সঙ্গে অভিষেক এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দাগেন। তিনি বলেন, ‘এ রাজ্যে এসে তৃণমূলের সরকার ভেঙে দেওয়ার কথা বলেছিলেন অমিত শাহ। আর বিধির বিধান দেখুন, ১৫ দিনের মধ্যে কর্নাটকে বিজেপির সরকার ভাঙল।’

এদিন তিনি আরও দাবি করেন, দু দিন কর্মসূচি বন্ধ থাকায় মানুষের উৎসাহ তিনগুণ বেড়ে গিয়েছে। তিনি বলেন, ‘সারা রাস্তা লোকে লোকারণ্য। ৩০টি রাজনৈতিক লোক থাকলে ভিড়ের মধ্যে ৭০টি অরাজনৈতিক লোক থাকছে।’ প্রতি তিনমাস অন্তর অন্তর বাঁকুড়ার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের কাজ পর্যালোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন অভিষেক।

বাঁকুড়া থেকে ফিরে গিয়েছিলেন অভিষেক। সোমবার ফের ফিরেছেন বাঁকুড়ায়। অভিষেক বলেন, “আমাকে কতবার আটকাবে। সোনামুখী থেকে বলে গিয়েছিলাম ক্ষমতা থাকলে গ্রেফতার করুন। বুক ফুলিয়ে গিয়েছি, বুক চিতিয়ে ফিরে এসেছি। তৃণমূল বিশুদ্ধ লোহা। যত ইডি-সিবিআই লাগাবে তত সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন তীব্রতর হবে।”