Bankura: অভিষেকের সফরের জন্য পুলিশের দখলে কলেজ, পিছিয়ে গেল পরীক্ষা
Bankura: নোটিসে কারণ হিসেবে জানানো হয়েছে, কলেজে পুলিশ ফোর্স থাকার কারণে পরীক্ষার সূচিতে এই বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে বিষ্ণুপুরের এই স্কুলে।
বাঁকুড়া: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রা এখন বাঁকুড়া জেলায়। আর সেই রাজনৈতিক কর্মসূচির জন্য পিছিয়ে গেল কলেজের পরীক্ষা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুরের রামানন্দ কলেজে। ২২ ও ২৩ মে (সোমবার ও মঙ্গলবার) রামানন্দ কলেজের স্নাতক স্তরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা ছিল। কিন্তু কলেজের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই পরীক্ষাগুলি ২৪ তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী আবার নেওয়া হবে। নোটিসে কারণ হিসেবে জানানো হয়েছে, কলেজে পুলিশ ফোর্স থাকার কারণে পরীক্ষার সূচিতে এই বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে বিষ্ণুপুরের এই কলেজেই।
রামানন্দ কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘোড়ুই নিজেও ক্যামেরার সামনে বলেছেন, পুলিশ ফোর্স ২০ তারিখ পর্যন্ত থাকবে বলা হয়েছিল। কিন্তু তাঁরা পরবর্তীতে ২২-২৩ তারিখ পর্যন্ত থাকবেন বলে স্থির হয়েছে। এর পাশাপাশি বাইরে একটি মিটিংও আছে। তাই ছেলে-মেয়েরা যাতে ঠিকমতো আসতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত।’ কিন্তু দলীয় সভার জন্য কি এভাবে পরীক্ষা পিছিয়ে যেতে পারে? সাংবাদিকের প্রশ্নে কলেজের অধ্যক্ষের সাফ ব্যাখ্যা, ‘এটি তো আমাদের নিজেদের ব্যাপার। ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আমাকে তো নিশ্চিত করতে হবে, যাতে সব ছেলেমেয়েরা কলেজে আসতে পারে, পরীক্ষা দিতে পারে। কারণ, ইন্টারনাল অ্যাসেসমেন্টের সঙ্গে ওদের ফর্ম ফিলাপের বিষয়টি যুক্ত রয়েছে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে।’
এদিকে কলেজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কলেজের অধ্যক্ষ পরবর্তীতে নিজের ভাষ্য বদল করে জানান, ‘২২ তারিখ বিশেষ একটি সংগঠনের বনধ ডাকার কারণে, যানবাহন চলাচল ব্যাহত হতে পারে, সেই আশঙ্কা থেকে কলেজের পড়ুয়াদের সুবিধার জন্য ২২ ও ২৩ তারিখের নির্ধারিত পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’