Abhishek Banerjee: হাতে-হাত রেখে শুনলেন দুঃখের কথা, বজ্রাঘাতে মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা অভিষেকের

Abhishek Banerjee: গত ৩০ এপ্রিল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় এসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর এবং আহত হয়েছিলেন ৫০ জন তৃণমূল কর্মী।

Abhishek Banerjee: হাতে-হাত রেখে শুনলেন দুঃখের কথা, বজ্রাঘাতে মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা অভিষেকের
বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 5:33 PM

বাঁকুড়া: কেউ অঝোরে কাঁদছেন। কেউ আবার হাত দু’টো ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তাঁদের দুঃখ-বেদনা ঠায় দাঁড়িয়ে শুনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সোমবার বাঁকুড়ার ইন্দাস থেকে দ্বিতীয় দফায় ‘নবজোয়ার কর্মসূচি’ শুরু করেন তিনি। বজ্রাঘাতে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন অভিষেক। স্বজনহারাদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন।

গত ৩০ এপ্রিল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় এসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর এবং আহত হয়েছিলেন ৫০ জন তৃণমূল কর্মী। আজ মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্য এবং আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ছোটবেল কংগ্রেসের তরফে মৃতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং আহতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করে আগামী দিনে আরও বেশি করে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন।

অভিষেক আসার আগে দুঃস্থ পরিবারের এক ব্যক্তি জানান, “আগেরবার আসতে পারেননি বলে খারাপ লাগছিল। এই বার আসছেন আমি খুব খুশি। অনেক কথা বলব। এখন আমি বাড়ি থেকে বের হতে পারি না। আমার ছেলে-মেয়ে রয়েছে। যদি কিছু সাহায্য পাই।”

প্রসঙ্গত, গত ১৮,১৯ ও ২০ মে বাঁকুড়া জেলা জুড়ে নবজোয়ার কর্মসূচির দিন নির্ধারিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ২০ মে সিবিআই জিজ্ঞাসবাদের জন্য অভিষেককে নিজাম প্যালেসে তলব করে। সেই কারণে ১৯ মে কর্মসূচি মাঝপথে স্থগিত করে কলকাতার উদ্যেশ্যে রওনা দেন অভিষেক। আজ ফের বাঁকুড়া থেকেই সেই কর্মসূচি শুরু করেন।