Maoist Poster: জঙ্গলমহলে ‘মাউবাদী’ পোস্টার, স্থানীয় কারও কাজ বলেই অনুমান পুলিশের

Bankura: রাজ্যজুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগকে সামনে রেখে লড়াইয়ে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারগুলিতে। পোস্টারে সিপিআই মাওবাদী লেখা রয়েছে। তবে এই পোস্টারে একাধিক বানান ভুল। মাওবাদীকে লেখা হয়েছে 'মাউবাদী'। দুর্নীতি হয়েছে 'দুর নিতী'। তবে হাতের লেখা যথেষ্ট স্পষ্ট।

Maoist Poster: জঙ্গলমহলে 'মাউবাদী' পোস্টার, স্থানীয় কারও কাজ বলেই অনুমান পুলিশের
এই পোস্টার ঘিরে চাঞ্চল্য।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2024 | 8:17 PM

বাঁকুড়া: এলাকায় মাওবাদী পোস্টার পড়েছে বলে খবর ছড়াতেই হইচই জঙ্গলমহলে। বাঁকুড়ার রাইপুর থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা যায় বৃহস্পতিবার। যা ঘিরে শুরু হয় চাপানউতর। পোস্টারে উল্লেখ করা হয় রাজ্যজুড়ে দুর্নীতির প্রসঙ্গও।

স্বাধীনতা দিবসে ফের বাঁকুড়ার জঙ্গলমহলে মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। এদিন বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা ও ফুলকুসমা এলাকার শাড়িগাড়ি গ্রামে একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পান স্থানীয় এলাকার লোকজন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

রাজ্যজুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগকে সামনে রেখে লড়াইয়ে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারগুলিতে। পোস্টারে সিপিআই মাওবাদী লেখা রয়েছে। তবে এই পোস্টারে একাধিক বানান ভুল। মাওবাদীকে লেখা হয়েছে ‘মাউবাদী’। দুর্নীতি হয়েছে ‘দুর নিতী’। তবে হাতের লেখা যথেষ্ট স্পষ্ট।

পোস্টারে মাওবাদীর কথা থাকলেও পুলিশের অনুমান এর সঙ্গে মাওবাদীদের কোনও যোগ নেই। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, জেলায় ওই সংগঠনের কোনও অস্তিত্ব নেই। কোনও দুষ্কৃতীর এ কাজ। খতিয়ে দেখে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Large_Image_cpi maoist poster

স্থানীয় বাসিন্দা বিপ্লব মণ্ডল বলেন, আমরা দোকান খোলার সময় দেখি প্রশাসনের গাড়ি এসেছে। কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। তারপর ওখানে গিয়ে দেখলাম মাওবাদীদের পোস্টার। এটা নিয়ে সেরকম বলতে পারছি না। কারণ সত্যি পোস্টার কারা দিয়েছে, আমরা তো কাউকে তা দিতে দেখিনি।