Bankura: আদালত থেকে বের হতেই ধাওয়া বাইকের, বাঁকুড়ায় গাড়ি লক্ষ্য করে গুলি, জখম ৩
Bankura: গুলির আওয়াজে ততক্ষেণ ঘটনাস্থলে এসে গিয়েছেন অন্যান্য পথচারী থেকে শুরু এলাকার বাসিন্দারা। তাঁদের দেখেই দুস্কৃতীরা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়।
বাঁকুড়া: দিনে-দুপুরে বাঁকুড়ায় রাস্তায় চলল গুলি। সূত্রের খবর, এদিন বেলা দেড়টা নাগাদ একটি চার চাকা গাড়িতে চড়ে চালক-সহ পাঁচ যুবক বাঁকুড়া (Bankura) দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। জানা গিয়েছে, এই পাঁচজনই বাঁকুড়া জেলা আদালতে আইনি কাজে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের গাড়ি ধাওয়া করতে থাকে একটি বাইক। স্থানীয়দের দাবি, বাইকে ছিল দুই যুবক। বাইক ধাওয়া করছে দেখা মাত্রই গতি বাড়ে চার চাকার। গাড়িটি বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকা ছেড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি আসতেই বাইকের পিছনে বসে থাকা যুবক দুহাতে দুটি বন্দুক নিয়ে গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গুলিতে গাড়িতেই জখম হন জিয়াবুল হক শেখ, নুর মহম্মদ শেখ এবং গোবিন্দ মণ্ডল নামে তিন যুবক।
এর মধ্যে জিয়াবুলের বাড়ি পূর্ব বর্ধমানের দয়ালপুর গ্রামে। নুরের বাড়ি গলসির তেঁতুলমুড়ি গ্রামে। গোবিন্দর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার পাবড়াডিহি গ্রামে। এদিকে গুলি চলা শুরু হতেই ভয়ে গাড়ি থামিয়ে দেন চালক। ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে গিয়েছেন তিনজন। সকলকেই গুলি এড়িয়ে কোনওমতে গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী একটি বাউন্ডারি ঘেরা জায়গায় আত্মগোপন করেন।
এদিকে গুলির আওয়াজে ততক্ষেণ ঘটনাস্থলে এসে গিয়েছেন অন্যান্য় পথচারী থেকে শুরু এলাকার বাসিন্দারা। তাঁদের দেখেই দুস্কৃতীরা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই পুলিশ বাঁকুড়া থেকে বেরোনোর সমস্ত রাস্তা ঘিরে ফেলে। তল্লাশি শুরু হয় বাঁকুড়া থেকে বেরোতে থাকা প্রতিটি বাস ও ছোট গাড়িতে। যদিও এখনও পর্যন্ত দুই দুষ্কৃতীর কোনও খোঁজ পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।