Bankura: সম্পত্তিগত বিবাদের জেরে ‘খুন’, গ্রেফতার নাবালক-সহ ৭

Bankura: অভিযোগ, খুনের কাজে লাগানো হয় এক নাবালক-সহ আরও পাঁচ আত্মীয়কে। ৬ মে সকালে গনেশ মুদিকে বাড়ি থেকে ভূতগেড়িয়া আমবাঁধ এলাকায় ডেকে নিয়ে যায় দাশু মুদি নামের তাঁর এক আত্মীয়।

Bankura: সম্পত্তিগত বিবাদের জেরে 'খুন', গ্রেফতার নাবালক-সহ ৭
বাঁকুড়ায় গ্রেফতার ৭
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 2:58 PM

বাঁকুড়া: সম্পত্তিগত বিবাদেই ‘খুন’। রানিবাঁধে কৃষক খুনের ঘটনার তদন্তে নেমে তেমনই তথ্য উঠে এল পুলিশের হাতে। ঘটনায় এখনও পর্যন্ত ওই কৃষকের ৭ আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন নাবালক। ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বাঁকুড়ার রানিবাঁধ থানার শুশনিগেড়িয়া গ্রাম সংলগ্ন ভূতগেড়িয়া আমবাঁধ এলাকায়। গত ৬ মে ক্ষতবিক্ষত একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি শুশনিগেড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক গনেশ মুদির বলে চিহ্নিত করে তাঁর পরিবারের লোকজন। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত গনেশ মুদির সঙ্গে তাঁর আত্মীয়দের জমিজমার দখলদারি নিয়ে বিবাদের কথা জানতে পারে। এরপরই আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অরবিন্দ মুদি ও কুশ মুদি নামের মৃতের দুই আত্মীয় প্রথম গনেশ মুদিকে খুনের পরিকল্পনা করে।

অভিযোগ, খুনের কাজে লাগানো হয় এক নাবালক-সহ আরও পাঁচ আত্মীয়কে। ৬ মে সকালে গনেশ মুদিকে বাড়ি থেকে ভূতগেড়িয়া আমবাঁধ এলাকায় ডেকে নিয়ে যায় দাশু মুদি নামের তাঁর এক আত্মীয়। সেখানেই অরবিন্দ মুদি, কুশ মুদি-সহ সাত জন মিলে রডের সাহায্যে মাথায় আঘাত করে খুন করে গনেশ মুদিকে।

ওই সাত জনকে বুধবার শুশুনিগেড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁদের খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ।