TMC-BJP: ভাঙন অব্যাহত, একটা গোটা গ্রাম তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপি-তে
Bankura: ২০১১ সালের পর থেকেই বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী ভোট ব্যাঙ্ক একচেটিয়া ভাবে ছিল ঘাসফুল শিবিরের। একের পর এক নির্বাচনে তৃণমূলকে নিরঙ্কুশ ভাবে জয় তুলে দিয়েছেন জঙ্গলমহলের আদিবাসী মানুষেরা
জঙ্গলমহল: ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও দুয়ারে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বাঁকুড়ার জঙ্গলমহলে রাজ্যের শাসক দলের আদিবাসী ভোট ব্যাঙ্কে নামল ধস। আস্ত একটি গ্রাম তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপি-তে। ঘটনা বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামে। তাঁদের হাতে পদ্ম পতাকা তুলে দেন বিজেপি নেতা বিবেকানন্দ পাত্র।
২০১১ সালের পর থেকেই বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী ভোট ব্যাঙ্ক একচেটিয়া ভাবে ছিল ঘাসফুল শিবিরের। একের পর এক নির্বাচনে তৃণমূলকে নিরঙ্কুশ ভাবে জয় তুলে দিয়েছেন জঙ্গলমহলের আদিবাসী মানুষেরা। ২০২১ এর বিধানসভা নির্বাচনে যেখানে বাঁকুড়া জেলায় কার্যত গেরুয়া ঝড় বয়ে যায় সেখানে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর, রানীবাঁধ ও তালডাংরায় আদিবাসী ভোট ব্যাঙ্কে ভর করে জয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল।
তবে এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুখে সেই ভোট ব্যাঙ্কেই নামতে শুরু করেছে ধস। বুধবার বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের শালবনি নামের একটি আস্ত আদিবাসী গ্রাম তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপি-তে। শিবির বদল করা গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে তৃণমূল করে এলেও শালবনি গ্রামে অধরাই রয়েছে উন্নয়ন। সেই ক্ষোভেই তাঁরা দলবদল করেছেন।
বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল চুরি-জোচ্চুরির দল মানুষ তা বুঝতে পারছে। অন্যদিকে বিজেপি যে আদিবাসীদের প্রকৃত বন্ধু তা বুঝতে পেরেই আদিবাসী মানুষ বিজেপির দিকে ঝুঁকছে । দলে ভাঙনের কথা কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। তৃনমূলের স্থানীয় নেতৃত্বের দাবি গ্রামে আদিবাসী সেলের এক নেতার দুর্ব্যবহারের কারণে এমনটা হয়ে থাকতে পারে। বিষয়টি দলীয় ভাবে পর্যালোচনা করে ওই গ্রামের মানুষকে ফের তৃণমূলে ফেরানোর চেষ্টা করা হবে।