Bankura: বৃষ্টির মধ্যে জামাকাপড় তুলতে উঠোনে গিয়েছিলেন, প্রচণ্ড আলোর ঝলকানি, আর সব শেষ…

Bankura: রবিবার সন্ধ্যার পর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় সোনামুখী থানার নোনাডাঙা এলাকায়। শুরু হয় প্রবল বজ্রপাতও। এই সময় নোনাডাঙ্গা গ্রামে নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন বছর একান্নর  লক্ষ্মী হাঁসদা। আচমকা বজ্রপাতে উঠোনেই লুটিয়ে পড়েন লক্ষ্মী হাঁসদা।

Bankura: বৃষ্টির মধ্যে জামাকাপড় তুলতে উঠোনে গিয়েছিলেন, প্রচণ্ড আলোর ঝলকানি, আর সব শেষ...
বজ্রাঘাতে মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 2:30 PM

বাঁকুড়া: বৃষ্টিতে ভিজে যাবে উঠোনে মেলা জামাকাপড়। তা তুলতে গিয়েই বিপত্তি। বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার নোনাডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম লক্ষ্মী হাঁসদা। মৃতার দেহ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় সোনামুখী থানার নোনাডাঙা এলাকায়। শুরু হয় প্রবল বজ্রপাতও। এই সময় নোনাডাঙ্গা গ্রামে নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন বছর একান্নর  লক্ষ্মী হাঁসদা। আচমকা বজ্রপাতে উঠোনেই লুটিয়ে পড়েন লক্ষ্মী হাঁসদা। আগুন লেগে যায় বাড়ির খড়ের একটি পালুইয়েও। পরিবারের লোকজন দ্রুত লক্ষ্মী হাঁসদাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাগাতর কয়েকদিনের ভ্যাপসা গরমের পর গত শুক্রবার থেকে পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। গত দুদিনেই বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। রবিবার বাড়িতেই ছিলেন ওই প্রৌঢ়া। কিন্তু বৃষ্টির সময়ে উঠনো মেলা জামাকাপড় ভিজে যাবে বলে বেরিয়েছিলেন তিনি। বাড়ির সদস্যরা জানাচ্ছেন, জামাকাপড় তুলেও নিয়েছিলেন। আচমকাই প্রচণ্ড আলো চমকে বাজ পড়ে। আর তাতেই মৃত্যু। শোকস্তব্ধ গোটা পরিবার।