Hawkers Eviction: পুরসভার দেওয়া সময় শেষ, রাতেই ফুটপাত খালি না করলে চলবে বুলডোজার? প্রশ্ন হকারদের মনে

Hawkers Eviction: পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজই, এখনও রাস্তার ফুটপাথ জুড়ে হকারদের পসরা। ফুটপাথ খালি করতে কী এবার কড়া পদক্ষেপ? ইঙ্গিত বাঁকুড়া পুরসভার। রবিবারই বসছে বড় বৈঠক। এলাকায় চাপানউতোর।

Hawkers Eviction: পুরসভার দেওয়া সময় শেষ, রাতেই ফুটপাত খালি না করলে চলবে বুলডোজার? প্রশ্ন হকারদের মনে
আল্টিমেটাম দিয়ে ফের চলছে মাইকিং Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 1:30 PM

বাঁকুড়া: রাস্তার ফুটপাথ দখলমুক্ত করতে বাঁকুড়া পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজই। কিন্তু এখনও পর্যন্ত বাঁকুড়া পুরসভার সব রাস্তাই হকারদের দখলে। সময়সীমা শেষ হওয়ার আগেই আজ পুরসভার তরফে চলছে শেষ মুহুর্তের ঘোষণা। তবে কি এবার ফুটপাথ দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বাঁকুড়া পুরসভা? অন্তত পুরসভার তরফে তেমন ইঙ্গিতই মিলেছে বলে জানা যাচ্ছে। যদিও হকারদের দাবি উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা হলে সেক্ষেত্রে বড় আন্দোলন হবে। 

সম্প্রতি রাজ্যের প্রতিটি পুরসভা এলাকায় ফুটপাথ বেআইনি দখলমুক্ত করার নির্দেশ এসেছে একেবারে উপরমহল থেকে। নির্দেশ মিলতেই শুরু হয়ে যায় কাজ। রাস্তায় নামে বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হয় হাজার হাজার ঝুপড়ি দোকান। যা নিয়ে বিতর্কও শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে 

তবে রাজ্যের বিভিন্ন পুরসভা বুলডোজার নিয়ে হকার উচ্ছেদে নামলেও ফুটপাথ দখলমুক্ত করার ব্যপারে ধীরে চলো নীতি নেয় বাঁকুড়া পুরসভা। গত ২৯ জুন পুরসভার তরফে ঘোষণা করা হয় তিন দিনের মধ্যে শহরের বে আইনি নির্মান সরিয়ে ফেলতে হবে। হকারদেরও সরিয়ে ফেলতে হবে পসরা। কিন্তু, আজ অবধি রাস্তার ফুটপাথে বেআইনি নির্মাণ যেমন সরানো হয়নি তেমনই হকাররাও সরাননি তাঁদের পসরা। এই অবস্থায় পুরসভার তরফে সোমবার ফের মাইকে প্রচার চালিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হল ব্যবসায়ীদের। 

পুরসভার তরফে সাফ জানানো হয়েছে রবিবার রাতের মধ্যে ফুটপাথ খালি করা না হলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করবে পুরসভা। কী হবে সেই পদক্ষেপ তা স্থির করতে আজ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকেও বসছে পুরসভা। পুরসভার তরফে ইতিমধ্যেই হকারদের স্থানীয় কৃষক বাজার এলাকায় উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসা জমবে না এই আশঙ্কায় কৃষক বাজারে উঠে যেতে নারাজ হকাররা। এরপরও জোর করে পুরসভার তরফে উচ্ছেদ করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হকাররা। চাপানউতোর বাড়ছে এলাকায়।