Bankura: নির্মীয়মান সেফটিক ট্যাঙ্কে মুখ চুবিয়ে পড়েছিল, খেলতে গিয়ে শিশুর মর্মান্তিক পরিণতি

Bankura: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার বাসিন্দা রাহুল দাস সম্প্রতি বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুনমহল এলাকায় জমি কিনে নিজে বসবাসের জন্য বাড়ি তৈরি শুরু করেন। বাড়ি তৈরির পাশাপাশি বাড়ির বাইরে সেফটিক ট্যঙ্ক তৈরি হচ্ছিল। তা জলে ভর্তি করে রাখেন।

Bankura: নির্মীয়মান সেফটিক ট্যাঙ্কে মুখ চুবিয়ে পড়েছিল, খেলতে গিয়ে শিশুর মর্মান্তিক পরিণতি
সেফটিক ট্যাঙ্কে পড়ে শিশু মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 11:09 AM

 বাঁকুড়া: জল ভর্তি নির্মীয়মান সেফটিক ট্যঙ্কে পড়ে মৃত্যু হল এক শিশুর। গতকাল বিকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার নতুন মহল এলাকায়। মৃত শিশুর নাম সায়নী মিস্ত্রী। সন্ধ্যার মুখে ওই সেফটিক ট্যঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নির্মীয়মান সেফটিক ট্যঙ্কের মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার বাসিন্দা রাহুল দাস সম্প্রতি বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুনমহল এলাকায় জমি কিনে নিজে বসবাসের জন্য বাড়ি তৈরি শুরু করেন। বাড়ি তৈরির পাশাপাশি বাড়ির বাইরে সেফটিক ট্যঙ্ক তৈরি হচ্ছিল। তা জলে ভর্তি করে রাখেন। রবিবার বিকালে খেলার সময় খোলা অবস্থায় থাকা সেই জল ভর্তি সেফটিক ট্যঙ্কেই পড়ে যায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী সায়নী মিস্ত্রি।

ওই সেফটিক ট্যঙ্কেই তার মৃত্যু হয়। মৃতার পরিবারের দাবি. দুপুরে দিকে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সায়নী। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে থাকা ওই সেফটিক ট্যঙ্কের জলে সায়নীকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির এই মর্মান্তিক পরিনতির কথা এলাকায় ছড়িয়ে পড়তেই সেফটিক ট্যঙ্কের মালিক রাহুল দাসকে টেলিফোনে ডেকে পাঠান স্থানীয় বাসিন্দারা। রাহুল দাস ঘটনাস্থলে যেতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ রাহুল দাসকে আটক করার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।