Bankura: দামোদরের চরে বিশালাকার রহস্যজনক ধাতব বস্তু, পুলিশ এসেই ডাকল সেনাকে, কী হচ্ছে বাঁকুড়ায়?
Bankura: জানা গিয়েছে, এদিন স্থানীয় কিছু লোকজন নদীর চর থেকে বালি তোলার সময় বালির নিচে চাপা থাকা ওই ধাতব বস্তুটিকে দেখতে পান। এরপর তাঁরাই প্রথমে ধাতব বস্তুটিকে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আসেন।
বাঁকুড়া: দামোদরের চরে ধাতব বস্তু দেখে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রহস্যজনক বস্তুটি খুব সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত শেল। দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারিদিক ঘিরে ফেলে সেনা বাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিশ।
বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। এবারও ফিরল সেই চেনা ছবিটা। সেইবারও সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসাবে চিহ্নিত করে। তারপরই তা নিস্ক্রিয় করে দেওয়া হয়। এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে।
জানা গিয়েছে, এদিন স্থানীয় কিছু লোকজন নদীর চর থেকে বালি তোলার সময় বালির নিচে চাপা থাকা ওই ধাতব বস্তুটিকে দেখতে পান। এরপর তাঁরাই প্রথমে ধাতব বস্তুটিকে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আসেন। ঘটনার কথা ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতুহলী মানুষের ভিড় জমতে শুরু করে ওই এলাকায়। পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটিকে ঘিরে ফেলা হয়। কাছে যেতে নিষেধ করা হয় স্থানীয় লোকজনকে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে।