Bankura: ২১ জুলাইয়ের প্রস্তুতি করবে কারা? TMC-র দুই গোষ্ঠীর মধ্য়ে লাগল ঝামেলা
Bankura:বাঁকুড়ার ওন্দা বিধানসভা একসময় ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিধানসভাটি তৃণমূলের হাতছাড়া হলেও ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলেই থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁ-র ভাইপো অভিরূপ খাঁ।
বাঁকুড়া: একুশে জুলাইয়ের প্রস্তুতি। আর সেই নিয়েই বাঁকুড়ার ওন্দায় গৃহযুদ্ধ শুরু তৃণমূলের। আর এই নিয়ে লড়াই শুরু পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম দলের ওন্দা ব্লক সভাপতির। জানা যাচ্ছে, একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে পৃথক-পৃথকভাবে প্রস্তুতি সভা করে একে অপরকে কটাক্ষ করতে কসুর করলেন না কেউই। তৃণমূলের অন্দরের এই গৃহযুদ্ধকে লুঠের ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল বলে কটাক্ষ করল বিজেপি।
বাঁকুড়ার ওন্দা বিধানসভা একসময় ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিধানসভাটি তৃণমূলের হাতছাড়া হলেও ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলেই থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁ-র ভাইপো অভিরূপ খাঁ।তৃণমূলের অন্দরের খবর, অভিরূপ খাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হতেই তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিটের সঙ্গে শুরু হয় ‘ঠান্ডা’ লড়াই। লোকসভা ভোট শেষ হতেই সেই ‘ঠান্ডা’ লড়াই এবার প্রকাশ্য গৃহযুদ্ধের চেহারা নিল। তৃণমূলের দুই শিবিরের তরফে পৃথক পৃথক ভাবে হল ২১ শে জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি সভা। এক সভায় ডাক পেলেন না অপর শিবিরের তৃণমূল নেতা ও কর্মীরা। যা নিয়ে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছেন তৃণমূলের দুই শিবিরের নেতারা।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওন্দায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও নিজের অনুগামীদের নিয়ে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেন ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ। এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি ক্ষোভ উগরে দিয়ে দাবি করেন, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রস্তুতি সভা করেছেন কি না তা তাঁর জানা নেই। দলের ব্লক নেতৃত্বকে বাদ দিয়ে এভাবে দলীয় কর্মসূচি করার অধিকার অন্য কারোও নেই। অভিরূপের আরও অভিযোগ, ওন্দার সাংগঠনিক কোনও পদে না থেকেও প্রাক্তন বিধায়ক সংগঠনে অযথা নাক গলানোর চেষ্টা করছেন। তৃণমূলের ব্লক নেতৃত্বের একাংশও প্রকাশ্যে উগরে দিয়েছেন ক্ষোভ। তাঁদের দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি ওন্দা ব্লকে তৃণমূলের সংগঠনকে শেষ করার চেষ্টা করছেন।
পাল্টা দলের ব্লক সভাপতি উত্তম বিটের বিরুদ্ধে পরোক্ষে ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ। তাঁর দাবি, দলের ব্লক সভাপতি ২১ শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা করেছেন তাতে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষদের ডাকা হয়নি। তাই আলাদা ভাবে প্রস্তুতি বৈঠক করতে হয়েছে। দলের প্রাক্তন বিধায়কের সংগঠনে নাক গলানোর বিষয়ে অভিরূপ খাঁর সাফাই প্রাক্তন বিধায়ক এখনো ওন্দার উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম তৃণমূলের ব্লক সভাপতির এই দ্বন্দ্বকে লুঠের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল বলে কটাক্ষ করেছে বিজেপি।