Bankura Awas: আবাস-দুর্নীতিতে বিডিও অফিসে বিক্ষোভ বামেদের

Bankura Awas: এদিন সিপিএম-এর মেজিয়া এরিয়া অফিস থেকে মিছিল করে দলের নেতা কর্মীরা হাজির হয় মেজিয়া ব্লক অফিসে।

Bankura Awas: আবাস-দুর্নীতিতে বিডিও অফিসে বিক্ষোভ বামেদের
আবাস ইস্যুতে সিপিএমের বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 4:02 PM

বাঁকুড়া: আবাস যোজনায় স্বজন পোষণ দুর্নীতি ও দলবাজির অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল সিপিএম।  দালান বাড়ির মালিকও কেন আবাসের বাড়ি পেল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতৃত্ব। আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষন ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়মিত বিক্ষোভ আন্দোলন জারি রেখেছে বিরোধীরা। ব্লকে ব্লকে পঞ্চায়েত অফিসে লাগাতার বিক্ষোভে সরব হচ্ছে। কখনও বাম আবার কখন বিজেপি। আবাস ইস্যু নিয়ে বৃহস্পতিবার মেজিয়া ব্লকে মিছিল করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম।

এদিন সিপিএম-এর মেজিয়া এরিয়া অফিস থেকে মিছিল করে দলের নেতা কর্মীরা হাজির হয় মেজিয়া ব্লক অফিসে। সেখানে বিডিও-কে আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে আনা হয়। বিক্ষোভকারী সিপিএম নেতৃত্বের দাবি, আবাস যোজনায় দালান বাড়ি রয়েছে তাঁদের তালিকায় রাখা হয়েছে। প্রকৃত গরিব মানুষেরদের বাদ দিয়ে তৃণমূলের নেতা কর্মীদের নাম তালিকায় রাখা হয়েছে।

আবাস যোজনা বাড়ি নিয়ে দলবাজি করছে তৃণমূল এমন অভিযোগও তোলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। আবাস যোজনা দোতলা ও একতলা বাড়ির কেউ যদি আবাসের বাড়ি পায় তাহলে আগামীদিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সিপিএম নেতৃত্ব। একজন সিপিএম নেতা বলেন, “আবাস ব্যাপক রকমের দুর্নীতি চলছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে, দালানবাড়ি রয়েছে, তাঁদেরও নাম থাকছে আবাসের খাতায়। অথচ যাঁদের নাম থাকার কথা, তাঁদের নাম নেই। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।”

অন্যদিকে তৃণমূল নেতার বক্তব্য, “এরকম একাধিক অভিযোগ আসছে সামনে। বিষয়টি প্রশাসনিক স্তরে খতিয়ে দেখা হচ্ছে।”