Bankura Electrocution: বাসে জায়গা সংকুলন, ছাদেই উঠে গিয়েছিলেন বরযাত্রীরা, শরীর স্পর্শ করেছিল তার…মর্মান্তিক পরিণতি
Bankura Electrocution: বরযাত্রী বোঝাই বাসের ছাদে চেপে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তিন জন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা থানার ফুলবেড়িয়া রাস্তার দাঁড়কিনির কাছে।
বাঁকুড়া: বরযাত্রীর সংখ্যা একটু বেশিই হয়ে গিয়েছিল। ফলে ফেরার সময়ে বাসের ছাদেই উঠে গিয়েছিলেন অনেকে। ভেবেছিলেন হাওয়া খেতে খেতে ফিরবেন। কিন্তু বিদ্যুতের তারের শরীর স্পর্শ হতেই মর্মান্তিক ঘটনা। বরযাত্রী বোঝাই বাসের ছাদে চেপে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তিন জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা থানার ফুলবেড়িয়া রাস্তার দাঁড়কিনির কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বাঁকুড়ার রাইপুর ব্লকের ফুলকুশমার চামটা বাইদ এলাকা থেকে বেশ কয়েকজন বাসে বিয়েবাড়িতে বরযাত্রী হিসাবে গিয়েছিলেন। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে মঙ্গলবার ফেরার সময় বাসের ছাদে চেপে ফিরছিলেন অনেকেই।
বাসটি সারেঙ্গা থেকে ফুলবেড়িয়া দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ বিদ্যুতের তারে লেগে তড়িদাহত হন তিন জন। একজন বাসের ছাদ থেকে পড়ে যান বলে জানা গিয়েছে। তিন জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। তিন জনকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, একজন স্থিতিশীল হলেও, বাকি দু’জনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।