Bankura: কিডনিতে স্টোন নিয়ে ভর্তি হয়েছিলেন, পরিবারের দাবি, নার্সিংহোমের এক চিকিৎসক নাকি আগেই ইঙ্গিত দিয়েছিলেন… রোগীর সঙ্গে মর্মান্তিক ঘটনা
Bankura: বিষ্ণুপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
বাঁকুড়া: রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘি এলাকার একটি নার্সিংহোম । ভুল চিকিৎসায় ওই রোগীর মৃত্যু হয়েছে বেল দাবি পরিবারের। প্রতিবাদে ওই নার্সিংহোমে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পরে বিষ্ণুপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের জামশুলি গ্রামের বছর পয়তাল্লিশের বাসিন্দা কোহিনুর খানকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। তাঁর কিডনিতে পাথর হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ভর্তি করা হয় কোতুলপুরের সরিষাদিঘির ওই নার্সিংহোমে । ওই নার্সিংহোমেই তাঁর অস্ত্রোপচার হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় । মঙ্গলবার রাতে ওই নার্সিং হোমেই তাঁর মৃত্যু হয় । মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে, রোগীর মৃত্যুর ঠিক আগে ওই নার্সিং হোমেরই এক চিকিৎসক তাঁদের জানিয়েছিলেন, রোগীর ভুল চিকিৎসা হয়েছে ।
রোগীর পরিবারের সদস্যদের বক্তব্য, কিছুক্ষণ পরই তাঁরা জানতে পারেন কোহিনুরের মৃৃত্যু হয়েছে। এরপর তাঁরা নার্সিংহোমে বিক্ষোভ দেখান। নার্সিংহোমের ভেতরে ঢুকে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিজনরা । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষ্ণুপুরের এসডিপিও-র নেতৃত্বে বাহিনী ঘটনাস্থলে যায় । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিজনেরা । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
মৃতার পরিজনদের দাবি ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলার কারণেই এই পরিণতি। অবিলম্বে ওই নার্সিং হোমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাঁরা। রোগীর পরিবারের এক সদস্য বলেন, “আমরা বুঝতে পারছিলাম, ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলতে চেয়েছিলাম। আমাদের কথা সেভাবে শোনা হয়নি। কিডনিতে স্টোন ছিল। আর সেরকম কোনও সমস্যা ছিল না। কী থেকে কী হল, বুঝতে পারছি না।” বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।