প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আরও কড়া পুলিশ, ফ্রিজ করা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Bankura: দীর্ঘদিন তিনি তৃণমূল বিধায়ক ছিলেন। এবারে ভোটের আগে পালাবদলের মরশুমে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন।

প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আরও কড়া পুলিশ, ফ্রিজ করা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রাক্তন মন্ত্রী শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 2:13 PM

বাঁকুড়া: টেন্ডার দুর্নীতিকাণ্ডে পুলিশি হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করতে চলেছে পুলিশ। বিশেষ সূত্রের খবর, ধৃত প্রাক্তন মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার করার কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। আর্থিক তছরূপ হয়েছে। কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রীকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই তদন্তের ভিত্তিতে এগোতে চাইছে পুলিশ।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এর আগে সারদা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল তাঁর। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভোটের আগে পৌরসভার প্রশাসকমণ্ডলী তৈরি করা হয়েছিল, সে সময় তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।

তারও আগে বিষ্ণুপুরের মহকুমা শাসক অভিযোগ করেছিলেন, একটি কাজের টেন্ডার তিনি থামিয়েছেন। আজই তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছু তথ্য গোপন করায় গ্রেফতার করা হয় তাঁকে।

সূত্রের খবর, গত ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভায় চেয়ারম্যান ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেসময় একাধিক প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলিতে কোনও কাজই হয়নি। মহকুমা শাসকের তরফে তদন্ত শুরু হয়। পরে রিপোর্ট জমা দেয় চিফ ভিজিল্যান্স অফিসার। তদন্তে দুর্নীতির একাধিক তথ্য উঠে আসছে।

উল্লেখ্য, দীর্ঘদিন তিনি তৃণমূল বিধায়ক ছিলেন। এবারে ভোটের আগে পালাবদলের মরশুমে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি। এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত রবিবারই টেণ্ডার দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।

পাশাপাশি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হতে পারে বলে খবর। আর সেই কারণে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুলিশের তরফে চিঠিও পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

একই সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে জমা করা হলফনামায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হলফনামা রিপোর্টও খতিয়ে দেখবে পুলিশ বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি, ১০ কোটির দুর্নীতির ঘটনায় সরাসরি যোগ রয়েছে শ্যামাপ্রসাদের। এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা জানাক চেষ্টা করা হচ্ছে।  এই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির চাপানউতোর শুরু হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।  তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপিতে আসার পর তাঁকে এভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। আরও পড়ুন: ‘ফ্যানটা সরালেন কেনো?’ প্রশ্ন করতেই ছিঁড়ল গেঞ্জি! দুয়ারে সরকারের ক্যাম্প-বিভ্রাট