Bankura Accident: বাইকের সামনে মদ্যপ ব্যক্তি, তাঁকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই হারাল কিশোর
Bankura Accident: এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, গতকাল যেহেতু সরস্বতী পুজো ছিল সেই কারণে তিন বন্ধু বাইকে চড়ে বাঁকুড়ার রনডিহা ড্যামে বেড়াতে গিয়েছিল। অভিযোগ, সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে সোনামুখী থানার রাধামোহনপুর এলাকায় আচমকাই এক মদ্যপ ব্যক্তি বাইকের সামনে চলে আসে।
বাঁকুড়া: বাইকে চড়ে বাঁকুড়া ঘুরতে গিয়েছিলেন। রনডিহা ড্যামে বেড়াতে গিয়েছিলেন। তখনই মর্মান্তিক ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু এক জনের। মৃতের নাম জয় বিশ্বাস। বাড়ি পুর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার নবগ্রামে। ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। তাঁকে ভর্তি করা হয়েছে বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে।
এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, গতকাল যেহেতু সরস্বতী পুজো ছিল সেই কারণে তিন বন্ধু বাইকে চড়ে বাঁকুড়ার রনডিহা ড্যামে বেড়াতে গিয়েছিল। অভিযোগ, সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে সোনামুখী থানার রাধামোহনপুর এলাকায় আচমকাই এক মদ্যপ ব্যক্তি বাইকের সামনে চলে আসে। ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে। তড়িঘড়ি তিনজনকেই উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয় বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে সোনামুখী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
জয়ের বন্ধু বাবলু সরকার বলেন, “আমরা ফিরছিলাম। সেই সময় মদ খেয়ে একটা লোক গাড়ির সামনে চলে এসেছিল। ওকে বাঁচাতে গিয়ে পড়ে যাই। গাড়িটা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তারপর আশপাশের লোকজন ওকে উদ্ধার করে নিয়ে চলে গেল হাসপাতালে।”