Bankura Suicide: ১০ দিনের কন্যা সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মা

Bankura Suicide: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রিবেলায়। জানা গিয়েছে, বাঁকুড়া সদর থানার বাসুলীতড়া গ্রামের বাসিন্দা ঝুমা বাউরি। তাঁর সঙ্গে বেলিয়া গ্রামের তরুণ বাউরির বিয়ে হয়। জানা গিয়েছে, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের টানপোড়েন শুরু হয় ঝুমার।

Bankura Suicide: ১০ দিনের কন্যা সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মা
এই কুয়োয় ঝাঁপ মায়েরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 4:23 PM

বাঁকুড়া: সন্তান জন্মের আগে থেকেই সমস্যা শুরু হয়েছিল। অভিযোগ, শ্বশুরবাড়ির সঙ্গে কোনও মতেই বনিবনা হচ্ছিল না গৃহবধূর। সেই মানসিক অবসাদ থেকেই ১০ দিনের সদ্যোজাতকে নিয়ে কুয়োয় ঝাঁপ মায়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার বাসুলীতড়া গ্রামে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রিবেলায়। জানা গিয়েছে, বাঁকুড়া সদর থানার বাসুলীতড়া গ্রামের বাসিন্দা ঝুমা বাউরি। তাঁর সঙ্গে বেলিয়া গ্রামের তরুণ বাউরির বিয়ে হয়। জানা গিয়েছে, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের টানপোড়েন শুরু হয় ঝুমার। এরই মাঝে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েন ঝুমা। তিনি বাপের বাড়িতেই থাকতে শুরু করেন। দিন দশেক আগে ঝুমা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তানের জন্মের পর তরুণ আসেন সন্তান সহ ঝুমাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তবে শারীরিক দুর্বলতার কারণ দেখিয়ে মেয়েকে বাপের বাড়ি চলে যান তাঁরা।

এরপর গতকাল রাত দশটা নাগাদ বাপের বাড়ি থেকেই সন্তান সহ নিখোঁজ হয়ে যান ঝুমা। দীর্ঘক্ষণ ধরে খোঁজ করার পর বাপের বাড়ির লোকজন দেখেন বাড়ির অদূরে একটি কুয়োতে ঝুমা ও তাঁর সন্তানের দেহ ভাসছে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর আজ ভোর নাগাদ পুলিশ ও দমকলের কর্মীরা গিয়ে কুয়ো থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরিবারের লোকজন জানিয়েছেন এমনিতেই শারীরিক ভাবে দুর্বল ছিলেন ঝুমা। সন্তান প্রসবের পর সামান্য মানসিক সমস্যাও দেখা দেয়। সেই অবসাদের জেরেই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।