Bankura: রবিবার বন্ধ আউটডোর, মেডিক্যাল কলেজের বাইরে বসল হেলথ ক্যাম্প

Bankura: একমাস পেরিয়ে গেলেও তিলোত্তমা এখনও বিচার পায়নি। তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য ও দেশ জুড়ে আন্দোলন ক্রমশই তীব্রতর হচ্ছে। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা।

Bankura: রবিবার বন্ধ আউটডোর, মেডিক্যাল কলেজের বাইরে বসল হেলথ ক্যাম্প
বাঁকুড়ায় হেলথ ক্যাম্প Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2024 | 11:53 AM

বাঁকুড়া:  বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরের সামনে হেলথ ক্যাম্প শুরু করল আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা। রবিবার হাসপাতালে বন্ধ থাকা আউটডোরের সামনেই টেবিল চেয়ার নিয়ে বসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেছেন রোগীদের। শুধু চিকিৎসা দেওয়াই নয় তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে তা তুলে দেওয়া হচ্ছে রোগীদের হাতেও।

একমাস পেরিয়ে গেলেও তিলোত্তমা এখনও বিচার পায়নি। তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য ও দেশ জুড়ে আন্দোলন ক্রমশই তীব্রতর হচ্ছে। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। আর এই কর্মবিরতির মাঝেই এবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার আশায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

রবিবার থাকায় এমনিতেই আউটডোর বন্ধ রয়েছে। তাই এদিন হাসপাতালের আউটডোরের সামনে চেয়ার টেবিল নিয়ে বসেই রোগীদের চিকিৎসা পরিষেবা দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি যতদিন পর্যন্ত না তিলোত্তমার বিচার মিলছে ততদিন কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি এভাবেই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ধরনের হেলথ ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন তাঁরা।