BJP leader death: অস্বাভাবিক মৃত্যু বিজেপি কর্মীর, শুভেন্দুর মতো লকেটও চাইলেন CBI তদন্ত
BJP leader death: প্রসঙ্গত, গত বুধবার বাঁকুড়ার নিধিরামপুর গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বিজেপি কর্মী শুভদীপ মিশ্রর। বাড়ির অদূরের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনায় এফআইআর-এ থাকা তিনজন গ্রেফতার হলেও বাকি দুজন অভিযুক্তকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।
বাঁকুড়া: বাঁকুড়ার নিধিরামপুর গ্রামে মৃত বিজপি কর্মীর বাড়িতে গেলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অভিযুক্তদের সকলকে গ্রেফতারির দাবিতে সোচ্চার হলেন তিনি। একই সঙ্গে সিবিআই তদন্তেরও দাবি জানালেন সাংসদ।
প্রসঙ্গত, গত বুধবার বাঁকুড়ার নিধিরামপুর গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বিজেপি কর্মী শুভদীপ মিশ্রর। বাড়ির অদূরের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনায় এফআইআর-এ থাকা তিনজন গ্রেফতার হলেও বাকি দুজন অভিযুক্তকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।
এরপর শনিবার বাঁকুড়ার ওই গ্রামে যান লকেট চট্টোপাধ্যায়। দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানানো হয়। লকেট চট্টোপাধ্যায় বলেন, “দুই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ।” এখানেই শেষ নয় বিজেপি সাংসদের দাবি, শুভদীপকে খুন করা হয়েছে। অথচ সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ। তিনি বলেন, “মৃতের পরিবার ঘটনার সিবিআই তদন্ত চায়। আমরাও চাই সিবিআই তদন্তের মাধ্যমে আসল ঘটনা উঠে আসুক।” এ দিকে, ঘটনায় রাজ্য পুলিশের তদন্ত নিয়ে রীতিমত অসন্তুষ্ট মৃতের পরিবার। পরিবারের তরফেও এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।
তবে শুধু লকেট একা নন। ঘটনার দিনই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তা বরদাস্ত করতে না পেরেই এভাবে খুন করেছে তৃণমূল নেতা। বিজেপি বিধায়ক শুভেন্দুর মতে,পুলিশ এই ঘটনায় প্রমাণ নষ্ট করতে তৎপর থাকবে, তাই এই ঘটনায় সিবিআই তদন্ত প্রয়োজন।