Bankura BJP: ‘কী কাজ করেছেন?’ সরাসরি প্রশ্ন বিধায়ককে, মিটিং চলাকালীন হঠাৎ শুরু বিক্ষোভ
Bankura BJP: গ্রামের বাসিন্দাদের দাবি, কাজ হয়নি বলেই ক্ষুব্ধ সেখানকার মানুষ। তবে বিধায়ক পুরো দায় চাপাচ্ছেন তৃণমূলের ওপর।
বাঁকুড়া: বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ককে, উঠল দূর হঠ শ্লোগান। অভিযোগের তির তৃণমূলের দিকে। বাঁকুড়ার ওন্দা বিধানসভার কল্যাণী অঞ্চলের ঘটনা। দিন কয়েক আগেই দলীয় একটি সভা থেকে তৃণমূল নেতাদের গনধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এবার সেই বিধায়ককেই পড়তে হল গ্রামবাসীদের বিক্ষোভের মুখে। শুক্রবার সন্ধ্যায় ওন্দা বিধানসভার কল্যাণী অঞ্চলে সভা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। বারবার শাসক দলের দিকেই আঙুল তুলেছেন তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গত ২৯ মে বাঁকুড়ার পুয়াবাগানে বিজেপির একটি দলীয় সভায় হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল বিধায়ককে। মঞ্চে উঠে, ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ দুর্নীতি ইস্যুতে তৃণমূলের নেতাদের গনধোলাই দেওয়ার হুঁশিয়ারি দেন। সেই ঘটনার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এবার নিজেই পড়লেন বিক্ষোভের মুখে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যার ঠিক আগে ওন্দা বিধানসভার কল্যাণী অঞ্চলের লেদাসন এলাকায় স্থানীয়দের নিয়ে একটি সভা করছিলেন বিধায়ক। সেই সময় গ্রামবাসীদের একাংশ বিধায়কের সামনে এসে সরাসরি প্রশ্ন করেন, এক বছরে তিনি কী কাজ করেছেন। তারপরই শুরু হয় বিক্ষোভ।
বিক্ষোভের মুখে রীতিমত অস্বস্তিতে পড়েন বিধায়ক। প্রথমে সভাস্থল ছেড়ে যাননি তিনি। বিক্ষোভের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। গ্রামবাসীদের দাবি, বিধায়ক গত এক বছরে এলাকার কোনও কাজই করেননি। সরকারিভাবে ত্রিপল ও শীতবস্ত্র পেলেও তা গ্রামবাসীদের দেননি বিধায়ক। সে জন্যেই এই বিক্ষোভ দেখানো হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। বিধায়ক অমরনাথ শাখা গোটা ঘটনাটিকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন। তৃণমূল অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।
বিধায়ক অমরনাথ শাখা বলেন, তৃণমূলের কারও হিম্মত নেই যে ওন্দায় আমাকে আটকে দেবে। আমি যেমন মানুষের কাছে যাচ্ছি, তেমনই যাব।’ মানুষ তৃণমূলকে জবাব দিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, ওন্দা ব্লক তৃণমূল সভাপতি অশোক চট্টোপাধ্যায় দাবি করেন, তৃণমূল রাজ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলেই একজন বিজেপি বিধায়ক এ ভাবে মিটিং মিছিল করতে পারছেন। উনি কাজ করেননি বলেই বিক্ষোভের মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি। অশোকবাবুর মতে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই বিক্ষোভ। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।